সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
তপু বর্মনের গোলে বাংলাদেশ জয় পায়, ছবি: সংগৃহীত

তপু বর্মনের গোলে বাংলাদেশ জয় পায়, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ১ : পাকিস্তান ০

মনে হচ্ছিল ম্যাচটা বুঝি ড্র-ই হতে যাচ্ছে। গোলের দেখা যে কিছুতেই মিলছিল না। তারপর অনেক প্রতীক্ষা শেষে যেন স্বস্তির বৃষ্টি! বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপচে উঠা গ্যালারির দর্শকরা যখন মাঠ ছাড়বেন তখনই ম্যাজিক। রক্ষণভাগ থেকে উঠে এসে তপু বর্মনের গোল। ৮৫ মিনিটে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মাতে লাল-সবুজের প্রতিনিধিরা।

পাকিস্তানকে ১-০ গোলে হারানোর তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দিনের আরেক ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে নেপালও টিকে আছে লড়াইয়ে! সাফ সুজুকি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল ভুটানকে। পাকিস্তান ২-১ গোলে হারায় নেপালকে।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। এরপরই আছে নেপাল ও পাকিস্তান। তবে ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে পাকিস্তান।

পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কিছুতেই গোলের দেখা মিলছিল না। প্রথমার্ধে বাংলাদেশের দখলে বল ছিল ৬২ শতাংশ সময়। ফুটবল তো আর নিছক বল দখলের খেলা নয়। এখানে মন্দ খেলেও গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে জয় তাদেরই।

অবশ্য নিস্প্রভ প্রথমার্ধে স্রোতের বিপরীতে পিছিয়েই পড়তে পারতো বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড কোনোরকমে ফিস্ট করে স্বস্তি এনে দেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল।

দ্বিতীয়ার্ধেও খেলাটা ঠিক গুছিয়ে নিতে পারছিল না স্বাগতিকরা। এরইমধ্যে ৮৫তম মিনিটে বিশ্বনাথ ঘোষের ভাসানো থ্রো থেকে ভেসে আসা বলে দারুণ এক হেড করেন তপু বর্মন। গোল! মুহুর্তেই গর্জে উঠে ১৬ হাজার দর্শকে ঠাসা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই গোলে সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শুধু গাণিতিক কিছু ব্যাপার না থাকলে ‘বাংলাদেশ সেমিফাইনালে’ কথাটা বলেই ফেলা যেতো।

নেপাল ৪ : ভুটান ০

ভুটানকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল নেপাল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে জিতেছে বালগোপাল মহারাজনের দল। আগামী শনিবার ভুটান-পাকিস্তান ও বাংলাদেশ-নেপাল মুখোমুখি হবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচের ২০তম মিনিটে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেপাল। সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেড ঠিকানা খুঁজে পায়। ৬৯তম মিনিটে নিরঞ্জন খাদকাকে ডি-বক্সের মধ্যে তিসেন্দা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

এ সুযোগে বিমল ঘারতি মাগারের স্পট কিক ফেরালেও দৌড়ে গিয়ে সুনিলের নেওয়া ফিরতি শট আটকাতে পারেননি গোলরক্ষক। এরপর ম্যাচে আরো আধিপত্য বিস্তার করে নেপাল। সেই সুবাদে ম্যাচের ৭৮তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ভারত খাওয়াস প্রতিপক্ষের জালে বল জড়িয়ে আনন্দে মাতেন। শেষ দিকে সুনিলের কর্নারে নিরঞ্জনের হেড জালে জড়ালে নেপালের জয় নিশ্চিত হয়ে যায়।

   

জোড়া গোলের রাতে রোনালদোর রেকর্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বয়সটা প্রায় চল্লিশের ঘরে পৌঁছে গেলেও ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামছেনই না। প্রতিনিয়তই মাঠে নামছেন আর গোল করছেন। তার পারফর্ম দিয়ে বর্তমান প্রজন্মের যেকোনো তরুণ ফুটবলারকেও তিনি টপকে যেতে পারবেন।

সৌদি লিগে এবার তিনি ভাঙলেন আরও এক রেকর্ড। আল ইত্তিহাদের বিপক্ষে সোমবার রাতে তিনি করেছেন জোড়া গোল, আলো নাসর জিতেছে ৪-২ ব্যবধানে। তাতেই তিনি বনে গেছেন সৌদি লিগ ইতিহাসের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার।

এদিন মৌসুমের ৩৫তম গোলের দেখা পেয়ে যান তিনি। প্রথম গোলটা তিনি করেন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। এরপর ৬৯ মিনিটে দারুণ এক হেড দিয়ে করেন দ্বিতীয় গোলটা। আর তাতেই গড়া হয়ে যায় অনন্য এই রেকর্ড।

এর আগে সৌদি লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের সংখ্যাটা ছিল ৩৪, রেকর্ডটা ছিল মরক্কান ফুটবলার আব্দেররাজাক হামদাল্লাহর দখলে। এখন তাকে দুইয়ে ঠেলে এ রেকর্ডের মালিক বনে গেছেন রোনালদো।

রেকর্ড গড়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় রোনালদো পোস্ট করে বলেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।'

রেকর্ড তার পেছনে ছুটলেও আল নাসরের হয়ে বড় কোনো শিরোপার দেখা পাননি তিনি। চলতি মৌসুমেও শিরোপা হাতছাড়া হয়ে গেছে তার দলের। মৌসুম শেষে তার নতুন চ্যালেঞ্জ উয়েফা ইউরো। ২০১৬ সালে পর্তুগালের ইউরোজয়ী দলের অধিনায়ক রোনালদো এবারও খেলবেন একই মঞ্চে। এটি হবে তার ১১তম আন্তর্জাতিক টুর্নামেন্ট।

;

বিশ্বের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই: আফ্রিদি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে যেন প্রতি প্রজন্মেই একাধিক কিংবদন্তি পেসারের জন্ম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনূস। আর বর্তমানে খেলা মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদিরা তো আছেনই। নিঃসন্দেহে পাকিস্তানের বোলিং লাইনআপে বর্তমান প্রজন্মের অন্যতম ভাল ফাস্ট বোলাররা আছেন।

তবে পাকিস্তানের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক শহিদ আফ্রিদির মতে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ নাকি পাকিস্তানেরই। আইসিসি থেকে প্রকাশিত এক ভিডিওতে এমনটাই বলেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মূল স্কোয়াডে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও সম্প্রতি অবসর ভেঙে ফেরত আসা মোহাম্মদ আমির। এছাড়াও দলে আছেন প্রতিভাবান তরুণ পেসার আব্বাস আফ্রিদি। এরা সকলেই সময়ের অন্যতম ভাল পেসারদের তালিকা করল উপরেই দিকে থাকবেন।

দলের পেসারদের নিয়ে অনেক আকাঙ্ক্ষা আছে শহিদ আফ্রিদির। তিনি বলেছেন, ‘আমার মনে হয় বিশ্বে যত ক্রিকেট দল আছে, তাদের কারোরই এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমনকি বেঞ্চে থাকা বোলার আব্বাস আফ্রিদিও বেশ মেধাবী, সঙ্গে তার আছে ভাল স্লোয়ার বল করার দক্ষতা।‘

নিজ দেশের বর্তমান বোলারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক অধিনায়ক আফ্রিদি। বিশ্বকাপে ভাল কিছুই করে দেখাবে তাদের পেসাররা এমনটাই আশা করেন তিনি।

;

গাভিকে বাদ দিয়ে স্পেনের ইউরো দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ১৪ জুন পর্দা উঠছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর উয়েফা ইউরোর। জার্মানির মাঠে হতে যাওয়া এই আসরে এবার অংশগ্রহণ করবে মোট ২৪টি দল। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৯ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে স্পেন। পরবর্তীতে যা নামিয়ে আনা হবে ২৬ জনে। চোটের কারণে দলে জায়গা হয়নি বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড গাভির।

২০২৪ ইউরোর বি গ্রুপে আছে স্পেন, যেখানে গ্রুপপর্বে তাদের খেলতে হবে ক্রোয়েশিয়া, আলবেনিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। স্পেনের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেদ্রি। এছাড়াও বার্সার খেলোয়াড়দের মধ্যে থেকে জায়গা হয়েছে ফেরান তোরেস, লামিনে ইয়ামাল, পাউ কুবারসি ও ফারমিন লোপেজের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজকেও রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

চোটের কারণে বাদ পড়া উল্লেখযোগ্য নাম গাভির। কাতার বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেছিলেন এই তরুণ। তবে দুর্ভাগ্যক্রমে চোটের কারণে এবারের ইউরো খেলা হচ্ছে না তার।

স্পেন স্কোয়াডঃ

গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি গনজালেস, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়ার্ড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রেঞ্চ ওপেন

১ম রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫

কাবাডি

বঙ্গবন্ধু কাপ
বিকেল ৪টা, টি স্পোর্টস

৩য় টি-টোয়েন্টি

ইংল্যান্ড-পাকিস্তান
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫

;