কার পাপের শাস্তি পাচ্ছে শহীদ চাঁন্দু স্টেডিয়াম?



গনেশ দাস, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শহীদ চাঁন্দু স্টেডিয়াম। ছবি: বার্তা২৪.কম

শহীদ চাঁন্দু স্টেডিয়াম। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বগুড়া: কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড এসেছিলেন স্টেডিয়াম নির্মাণের শুরুতেই। সেই সময় তিনি বলেছিলেন,‘এটি বাংলাদেশের সেরা স্টেডিয়াম হবে।’ এরপর একে একে এসেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাসহ বিশ্বের অনেক নামীদামি ক্রিকেটার। সবাই প্রশংসায় ভাসিয়েছেন বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে।

স্টেডিয়ামের ডায়েরিতে তাদের মন্তব্যগুলো আজো সংরক্ষিত আছে। শুধু বিদেশি ক্রিকেটার নয়, দেশের তারকা ক্রিকেটারদেরও পছন্দের সেরার তালিকায় এই স্টেডিয়ামের নাম।

খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাসার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক সবাই এই স্টেডিয়ামের প্রশংসায় পঞ্চমুখ। খ্যাতিমান স্পোর্টস রিপোর্টাররাও প্রশংসা না করে পারেননি। কিন্তু এতকিছুর পরেও দীর্ঘ এক যুগ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়ে গেছে শহীদ চাঁন্দু স্টেডিয়াম। এরই মধ্যে বাতিল হয়ে গেছে আন্তর্জাতিক স্বীকৃতি। কিন্তু কেন? কার পাপের শাস্তি পাচ্ছে শহীদ চাঁন্দু স্টেডিয়াম? কোন অপরাধে আন্তর্জাতিক দুনিয়া থেকে ছিটকে গেল দেশের অন্যতম সেরা এই স্টেডিয়ামটি?

২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাধ্যমে আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম। ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বিশ্বে নতুন পরিচিত পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ২২ ফেব্রুয়ারি এই মাঠেই শ্রীলংকাকে প্রথম হারানোর স্বাদ পায় টাইগাররা। এই ভেন্যুতে একমাত্র টেস্ট ম্যাচটিও হয় শ্রীলংকার সঙ্গেই।

এ যাবৎ মোট ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই মাঠে। এরমধ্যে শ্রীলংকার বিপেক্ষ ২টি, জিম্বাবুয়ের সঙ্গে ২টি এবং কেনিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মজার ব্যাপার হল ওই ৫টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৪টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই এই ভেন্যুকে বাংলাদেশ দলের জন্য লাকি ভেন্যু বলা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/17/1537194876590.jpg

কিন্তু পরিতাপের বিষয় হল- ২০০৬ সালের ৫ ডিসেম্বর জিম্বাবুয়ের সঙ্গে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরপর দীর্ঘ ১২ বছরেও শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। এই দীর্ঘ সময়ে স্টেডিয়াম সংস্কারে কোনো অর্থও বরাদ্দ দেয়নি বিসিবি। ফলে স্টেডিয়ামের গ্যালারিগুলোর রঙ নষ্ট হয়ে গেছে। গ্রাউন্ডসম্যানদের অক্লান্ত পরিশ্রমে আউটফিল্ড মোটামুটি ভালো মনে হলেও একটু বৃষ্টিতেই পানি জমে থাকে। নতুন করে মাটি না ফেলায় দিনের পর দিন স্যাঁতসেঁতে হয়ে থাকে আউটফিল্ড। ভিআইপি গ্যালারি, মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের প্রায় পুরো অংশ জুড়েই ভাঙাচোরা অবস্থা। স্টেডিয়ামের বাইরের রাস্তাগুলোর অবস্থাও খারাপ। বছরের পর বছর সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সবকিছু।

দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন না করায় এই স্টেডিয়ামের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরদারি অনেকটাই কমে গেছে। এই সুযোগে স্টেডিয়ামের অবকাঠামোগত ক্ষতি সাধনে তৎপর হয়ে উঠেছে দুষ্কৃতকারীরা। বিশেষ করে স্টেডিয়ামের চার পাশে স্থাপিত চারটি ফ্লাডলাইটের বিভিন্ন যন্ত্রাংশ রক্ষা করতে পারছে না কর্তৃপক্ষ। একাধিকবার ফ্লাডলাইটের তার চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার সদর থানায় ৩ বার সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ৪ বার। কিন্তু তারপরও স্টেডিয়ামের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়নি।

শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, স্টেডিয়ামের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও তারা স্টেডিয়ামের নিরাপত্তায় খুব বেশি ভূমিকা পালন করতে পারছে না। পুলিশ ফাঁড়ির দুইশো গজের মধ্যেই বারবার ফ্লাডলাইটের যন্ত্রাংশ চুরির চেষ্টা করছে দুষ্কৃতকারীরা। এ বিষয়ে একাধিকবার থানায় সাধারণ ডায়েরি করেও কাজ হয়নি।

বগুড়ার স্থানীয়রা জানান, দেশের অন্যতম সেরা শহীদ চাঁন্দু স্টেডিয়ামটিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন অবহেলায় ফেলে রেখেছে সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উন্নতমানের স্টেডিয়ামের অভাবে দেশের ক্রিকেট যখন বাধার সম্মুখীন হচ্ছে, প্রয়োজন মেটাতে যখন কোটি কোটি টাকা খরচ করে নতুন নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, তখন একটি প্রতিষ্ঠিত স্টেডিয়ামকে কেন ধ্বংসের পথে ঠেলে দেয়া হচ্ছে?

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, ‘শহীদ চাঁন্দু স্টেডিয়াম শুধু বগুড়ার সম্পদ নয়, উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মাধ্যমে গোটা উত্তরাঞ্চলের তরুণরা ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠত। কিন্তু দীর্ঘ ১২ বছর যাবৎ স্টেডিয়ামটিকে ফেলে রাখা হয়েছে। কার স্বার্থে এমন সুন্দর একটি স্টেডিয়াম ধ্বংস করা হচ্ছে সেটা আমার বোধগম্য নয়। আমরা বগুড়াবাসী দাবি জানাই- অবিলম্বে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হোক।’

   

দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, ৩ দল পায়নি একটি ম্যাচও  



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩ দিন সময় হাতে রেখে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কিছুটা সময় হাতে নিয়েই বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিতে পৌঁছাল শান্ত-সাকিবরা। কেননা যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেল বিশ্বকাপের আগের নিজেদের ঝালিয়ে নিতে আরও দুটি ম্যাচ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

যুক্তরাষ্ট্র সিরিজের পর এবং বিশ্বকাপের মূলপর্ব শুরুর মাঝের সময়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের এই অংশে একটিও ম্যাচ পায়নি পাকিস্তান, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এটি জানা গিয়েছিল আগেই। এবার গতকাল এক বিবৃতিতে আইসিসি প্রস্তুতি পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করলে জানা গেল তার দিনক্ষণও। ম্যাচটি হবে আগামী ১ জুন। তবে কোথায় এবং কখন শুরু হবে তা এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। 

এদিকে প্রস্তুতি অংশে বাংলাদেশের আরেকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিবি। কেননা বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির সঙ্গে এর আগে সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য শেষ পর্যন্ত প্রস্তুতি সূচিতে উঠে গেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিনক্ষণ। সেই ম্যাচটি আগামী ২৮ মে। 

আগামী ২৭ জুন শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। এদিকে নামিবিয়া খেলবে সর্বোচ্চ তিনটি ম্যাচ। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে একটি ম্যাচ। এর মধ্যে প্রোটিয়ারা আবার খেলবে নিজেদের মধ্যেই দুই দলে ভাগ হয়ে। 

যুক্তরাষ্ট্রের দুটি মাঠ টেক্সাস, ফ্লোরিডায় এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি মাঠ ব্রায়ান লারা একাডেমি ও কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

এক নজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি। 

২৭ মে

কানাডা-নেপাল, টেক্সাস

ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

২৮ মে

শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস

অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

২৯ মে

দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা

আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩০ মে

নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস

স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস

নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩১ মে

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা

স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

১ জুন

বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)



;

গুজরাটের টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে, প্লে-অফে হায়দরাবাদ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই বৃষ্টিতেই কপাল পুড়েছিল গুজরাট টাইটান্সের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে শেষ চারের স্বপ্নটাও শেষ হয় তাদের। আইপিএলে এবারই প্রথম প্লে-অফের আগে বিদায় নিল গুজরাট। নিজেদের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে গুজরাট, এর মধ্যে ২০২২ আসরে হয়েছিল চ্যাম্পিয়ন। 

কলকাতার বিপক্ষে ম্যাচটির পর এবার সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের ম্যাচটিও ভেস্তে গেল বৃষ্টিতে। গুজরাটের জন্য অবশ্য এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টির সুবাদের কপাল খুলেছে হায়দরাবাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগিতে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে কামিন্স-হেডরা। 

আসরের শুরু থেকেই ব্যাটিং বিধ্বংসী দলের তকমা পাওয়া হায়দরাবাদ ছিল দারুণ ছন্দে। শুরুর সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। তবে পরের চার ম্যাচের তিনটিতে হেরে শেষ চারের রাস্তা কঠিন বানিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দলটি। পরে নিজেদের ১২তম ম্যাচে লক্ষ্ণৌয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এবং গতকালের ১ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যায় হায়দরাবাদ। 

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বৃষ্টির তীব্রতায় গতকালের ম্যাচটিতে গড়ায়নি টসও। পরে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। 

আইপিএলের ১৭তম এই আসরে এর আগেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই। নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌয়ের সম্ভাবনা একবারেই কম। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। 

;

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;