মাঠের লড়াইটা বেশ জমে উঠেছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন ম্যাচ শেষে ১-১ সমতা। এখন বক্সিং ডে টেস্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছে দুই দল। তার আগে মাঠ ও মাঠের বাইরের কিছু ঘটনা ভিন্ন এক উত্তেজনার জন্ম দিয়েছে।
এমন কী অজি সাংবাদিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের কর্মকান্ড জন্ম দিয়েছে বিতর্কের। মাঠ ছাড়াও মাঠের বাইরেও বিরাট কোহলি-রবিন্দ্র জাদেজারা জন্ম দিচ্ছেন নানা ঘটনার।
অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন মাঠেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন মোহম্মদ সিরাজ ও ট্র্যাভিস হেড। ভারতীয় পেসারের আগ্রাসী মনোভাব ও অজি ব্যাটারের প্রতিক্রিয়া আলোচনার সৃষ্টি করে। এরপর দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়েছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মেলবোর্নে বিতর্ক নতুন মাত্রা। ব্রিসবেন থেকে মেলবোর্নে পৌঁছানোর পর বিমানবন্দরে নাইন নিউজের এক ক্যামেরাপারসনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার অভিযোগ ছিল- সেই সংবাদকর্মী অনুমতি না নিয়ে তার সন্তানদের ছবি তুলেছেন। তবে নাইন নিউজের ক্যামেরাপারসন তা অস্বীকার করেন। অবশ্য এটাও ঠিক আনুশকা শর্মা-বিরাট কোহলি দম্পতি তাদের সন্তানদের গণমাধ্যমের সামনে আনতে চান না। বরাবরই এই প্রাইভাসি রক্ষা করে এসেছেন তারা।
এই ঘটনার পর রবীন্দ্র জাদেজার সংবাদ সম্মেলন সূত্রে পাল্টাপাল্টি সংবাদে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়া ও ভারতের সংবাদমাধ্যম। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো অভিযোগ তুলে জাদেজা শুধু হিন্দি প্রশ্নের উত্তর দিয়ে মাঠ ছেড়েছেন। অজি সাংবাদিকদের ডেকে এনেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।
যদিও ভারতীয় সংবাদমাধ্যম বলছে ভিন্ন কথা, কোনো ক্রীড়াবিদ সাংবাদিকদের পছন্দের ভাষাতেই উত্তর দেবেন এমনটা নয়, সংবাদমাধ্যমের দায়িত্ব হচ্ছে ভাষান্তর করে নেওয়া। টিম বাস চলে যাচ্ছিল বলেই জাদেজা চলে গিয়েছিলেন এমনটাও জানানো হয়।
এ কারণে দুই দেশের সংবাদমাধ্যমের সম্পর্কে ফাটল দেখা দিল প্রকাশ্যে। প্রায় দুই মাসের এ সিরিজে সাংবাদিকদের ব্যস্ততায় কিছুটা ভিন্নতা আনতে এবং সৌহাদ্য হিসেবে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করে- ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ভারত ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাচটি খেলতে রাজি হননি। সফরকারী ভারতীয় সাংবাদিকদের কয়েকজনও ম্যাচটি বয়কট করেন। যদিও এমন ঘটনা এবারই প্রথম দেখা মিলল!