বায়ার্নের হোঁচট, চেলসির জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বায়ার্নে ড্র’র হতাশা

বায়ার্নে ড্র’র হতাশা

বুন্দেসলিগায় টানা পাঁচ জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। তবে ষষ্ঠ ম্যাচের অভিজ্ঞতাটা মোটেই সুখকর কিছু হয়নি। ছেদ পড়েছে তাদের জয়যাত্রায়। ছয় গোলের থ্রিলার ম্যাচে বাভারিয়ানদের রুখে দিয়েছে পয়েন্ট তালিকার তলানীতে ঘুরপাক খাওয়া আর্মিনিয়া বিয়েলেফেল্ড।

নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় আর্মিনিয়ার সঙ্গে ৩-৩ গোলের ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে বায়ার্নকে।

বিজ্ঞাপন

ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর এটাই ছিল বায়ার্নের প্রথম ম্যাচ। তাইতো কাতার সফরের ধকল সামলে উঠতে গিয়ে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। আর বিরতির পর ছিল ৩-১ গোলে পিছিয়ে। পরে ঘুরে দাঁড়িয়ে একটি পয়েন্ট ছিনিয়ে নেয় জার্মান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগের চেয়ে এখন পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

তবে ইংলিশ প্রিমিয়ার লিগে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে কোচ টমাস টাচেলের চেলসি। ঘরের মাঠে স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলে হারিয়েছে অতিথি নিউক্যাসল ইউনাইটেডকে।