ফাইনালে নেপালই বাংলাদেশের প্রতিপক্ষ
বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলতে চেয়ে ছিল নেপাল। শেষ পর্যন্ত তাদের চাওয়াটাই পূর্ণ হলো। লাল-সবুজের প্রতিনিধিদের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে স্বাগতিকরাই।
লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-নেপাল কোনো দলই গোল করতে না পারায় নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। কেননা এক জয় ও এক হারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। দুই ড্রয়ে নেপালের পুঁজি ২ পয়েন্ট। কিন্তু এক ড্র আর এক হারে কিরগিজস্তান পয়েন্ট পেয়েছে মাত্র একটি।
এক ম্যাচ হাতে রেখে আগেই ফাইনালে নাম লিখে কোচ জেমি ডে'র শিষ্যরা। তাই জামাল ভূঁইয়া-সোহেল রানাদের জন্য আজকের (২৭ মার্চ, শনিবার) ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। যে কারণে একাদশে ব্যাপক পরিবর্তন নিয়ে দশরথ স্টেডিয়ামে খেলতে নামে অতিথিরা।
প্রথম ম্যাচ জিতলেও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। একমাত্র জয়সূচক গোলটি এসেছিল প্রতিপক্ষ কিরগিজস্তানের ভুলে। ফলে কোনো গোল না করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। গোল না করে ফাইনালের টিকিট কেটেছে নেপালও। আগের ম্যাচে তারা গোলশূন্য ড্র করে কিরগিজস্তানের সঙ্গে।
একাদশে আমূল পরিবর্তন করেও লাভ হয়নি। ব্যাপারটা কোচের পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই তো নেপালের রক্ষণভাগ চিড়ে গোল মুখ খুলতে পারেনি বাংলাদেশ। পাবে কি করে। খুব একটা আক্রমণেই যে যেতে পারেনি।
আক্রমণ যা করার নেপালই করেছে। যদিও সফল হয়নি তারা। গোলের সুবর্ণ একটি সুযোগ নষ্ট হয় গোলবারে লেগে। কয়েকটি সেভ করেন গোলরক্ষক সোহেল।
এ নিয়ে নেপালের সঙ্গে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল বাংলাদেশ। গত বছর দেশের মাটিতে নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
বাংলাদেশ-নেপালের মধ্যকার ফাইনাল মাঠে গড়াবে ২৯ মার্চ।