তাইজুলের বলে ধনাঞ্জয়ার বিদায়
এবার ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করলেন তাইজুল ইসলাম। ২ রান নিয়ে তাইজুলের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন ধনাঞ্জয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভার শেষে ৪ উইকেটে ৩৩৪ রান সংগ্রহ করে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে শ্রীলঙ্কা। ১৭২ বলে ৭ বাউন্ডারিতে ৬৫* রান নিয়ে ক্রিজে টিকে আছেন ওশাদা ফার্নান্ডো। তার সঙ্গী পাথুম নিসানকা ১৩ বল খেললেও এখনো পর্যন্ত রানের খাতা খোলেননি।
দুরন্ত বোলিংয়ে দিনের শুরুতেই জোড়া আঘাত করেন তাসকিন আহমেদ। সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নের পর এ তারকা পেসার বিদায় করেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে। ৫ রান নিয়ে সাবেক এ লঙ্কান ক্যাপ্টেন লিটন দাসের হাতে উইকেট সপে দেন।
তার আগে দিনের শুরুতেও সাফল্য দেন দিলেন তাসকিন আহমেদ। তারকা এ পেসার ফিরিয়ে দেন লাহিরু থিরিমান্নেকে। তাসকিনের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ধরা পড়েন এ সেঞ্চুরিয়ান। ২৯৮ বলে ১৫ বাউন্ডারিতে ১৪০ নিয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার থিরিমান্নে।
এক উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে দিন শুরু করেন ১৩১ রান নিয়ে। আর ওশাদা ফার্নান্ডো মাঠে নামেন ৪০ রান নিয়ে।
অভিষিক্ত বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার।
দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের রেকর্ড গড়া উদ্বোধনী পার্টনারশিপ থামে ২০৯ রানে। প্রথম টেস্টে লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।