হাসানের তোপে ইনিংস ব্যবধানে জিতল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হাসান আলি

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হাসান আলি

তৃতীয় দিন বল হাতে ঝড় তুলেন হাসান আলি। ৩৬ রান খরচ করে একাই তুলে নেন পাঁচ উইকেট। টেস্টে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। তার এই বিধ্বংসী বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ব্যস, পাকিস্তানের জন্য এটাই যথেষ্ট ছিল। ম্যাচ সেরা হাসান আলির বোলিং তোপে দুই দিন হাতে রেখেই প্রথম টেস্ট ইনিংস ও ১১৬ রানে জিতেছে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন সফরকারীরা।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার তারিসাই মুসাকান্দা। ক্যাপ্টেন ব্রেন্ডন টেলর ২৯ ও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন কাসুজা ২৮ রান যোগ করেন।

লাল বলের ক্রিকেটে এ নিয়ে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন হাসান আলি। আর দুই ইনিংস মিলে শিকার করেন ৯ উইকেট।

বিজ্ঞাপন

তার আগে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে তোলে ৪২৬ রান। ফাওয়াদ আলম ১০৮ রানের ইনিংসটাকে ১৮০ রানে রূপ দেন। সঙ্গে হাসান আলি যোগ করেন ৩০। ৬ উইকেটে ৩৭৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দলীয় স্কোরে ৫২ রান যোগ করে পাকিস্তান।