কোপা আমেরিকা আয়োজনে ব্রাজিলের সুপ্রীম কোর্টের অনুমতি
কোপা আমেরিকা বাতিল করতে পারেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এমন আশঙ্কাই দেখা দিয়েছিল। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। দেশটির সর্বোচ্চ আদালত কোপা আমেরিকার পক্ষেই রায় দিয়েছে। তার মনে নির্ধারিত সূচি অনুযায়ী ব্রাজিলের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার এ ফুটবল আসর।
প্রধান বিচারপতি লুইস ফাক্স অনলাইনে ১১ সদস্যের আদালত বসিয়ে কোপা আমেরিকার আয়োজন নিয়ে শুনানির আয়োজন করেন। তাতে বেশিরভাগ বিচারক টুর্নামেন্টে আয়োজনের পক্ষে রায় দিয়েছেন।
কোপা আমেরিকার আয়োজন বন্ধ করতে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিল ব্রাজিলের জাতীয় মেটালওয়ার্কার্স ইউনিয়ন, সোশ্যালিস্ট পার্টি এবং সাবেক প্রেসিডেন্ট লুলা দা সিলভার দল ওয়ার্কার্স পার্টি। কিন্তু তাতে কোনো লাভ হলো না।