সংক্রমণ নিয়ন্ত্রণে, তবে প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষা করতে হবে সাকিবকে



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

  • Font increase
  • Font Decrease

৫ অক্টোবর রাতে মেলবোর্ন ফ্লাইট ধরার সময়ও সাকিব হাসছিলেন। হাসিটা পরিচিত, কিন্তু সেই হাসিতে ছিল দুঃশ্চিন্তার ছায়া। বামহাতের আঙ্গুলে ইনফেকসানটাই যে ছিল বড় চিন্তার কারণ।

১৪ অক্টোবর সকালে মেলবোর্ন থেকে ঢাকা ফেরার ফ্লাইট থেকে নামার পরও সাকিবের মুখে সেই চিরপরিচিত হাসি। তবে এই হাসিতে চিন্তার চেয়ে স্বস্তির ছায়া বেশি! আপাতত বড় সুখবর-কড়ে আঙ্গুলের ইনফেকসান (সংক্রমণ) আর বাড়েনি। নিয়ন্ত্রণে রয়েছে।

এতদিন ক্রিকেট নিয়েই সাকিবকে সাংবাদিকদের সামনে বেশি প্রশ্নের উত্তর দিতে হতো। কিন্তু এশিয়া কাপের মাঝপথে ইনজুরি নিয়ে দেশে ফেরার পর থেকে প্রসঙ্গ যখন সাকিব; তখন আলোচনা একটাই-ইনজুরির আপডেট!

রবিবার দুপুরে বিমানবন্দরে নামার পরও বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে প্রথম প্রশ্ন সেটাই-‘ইনজুরির আপডেট জানাবেন?’

সাকিব বললেন-‘আপডেট ভাল। ইনফেকসান নিয়ন্ত্রণে আছে। কিন্তু প্রতি সপ্তাহে রক্ত পরীক্ষা করাতে হবে। সংক্রমণ আরো বাড়লো কিনা বা অন্য কোন সমস্যা হল কিনা- সেদিকে নজর রাখতে হবে। তবে সার্বিকভাবে এখন পর্যন্ত ইনফেকসান নিয়ন্ত্রণে রয়েছে।’

ক্রিকেট ব্যাট-বল বাদ। স্পিন-টপস্পিন নিয়েও কোন কথা নেই। ব্যাটিং প্রসঙ্গও আলোচনার বাইরে। ফোকাস শুধু একটাই-কড়ে আঙ্গুলের ইনজুরি ও রহস্যময় ইনফেকসান।

প্রায় বছর পুরানো সাকিবের কড়ে আঙ্গুলের অস্ত্রোপচার করানোর তাগিদ সাকিব দিয়েছিলেন আগস্টের শুরুতেই। সেসময়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এই বিমানবন্দরেই বলেছিলেন-‘আঙ্গুলের পুরানো চোট খুব যন্ত্রণা দিচ্ছে। এবার এটার অস্ত্রোপচার করাতে হবে।’

তবে শেষমেষ বিসিবির অনুরোধ-উপরোধে এশিয়া কাপে খেলতে গিয়ে সেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত থেকে সাকিব সরে আসেন। সময়টা পিছিয়ে দেন। এবং সম্ভবত সেটা ছিল তার বড় ভুল একটা সিদ্ধান্ত। ইনজুরি নিয়ে খেলা মানেই বিপদকে আরও বড় করে আমন্ত্রণ জানানো। ঢাকায় অ্যাপোলো হাসপাতালে সাকিবের কড়ে আঙ্গুলে জরুরি সার্জারি। ৫০-৬০ মিলিলিটার পুঁজ বের করা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার অসহায়ত্ব। কড়ে আঙ্গুলে বিশাল ব্যানারসাইজ ব্যান্ডেজ। ইনজুরিগ্রস্ত আঙ্গুলে ইনফেকসান। আঙ্গুল আর কোনদিন শতভাগ ঠিক না হওয়ার ভবিষৎ শঙ্কা; এত্তোসব সমস্যা কেন হল? এই প্রশ্নের সহজ উত্তর একটাই-ইনজুরিতে পড়া সাকিবের আঙ্গুলের চিকিৎসা পদ্ধতিতে গলদ ছিল। যখন যেটা করার কথা ছিল, তখন সেটা করা হয়নি।

ইনফেকসানের কারনেই সাকিবের অস্ত্রোপচারের সময় এখন অনেক পিছিয়ে গেছে। সেই প্রসঙ্গে সাকিব জানান-‘ চিকিৎসক স্পষ্ঠ জানিয়ে দিয়েছেন, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে অস্ত্রোপচার করানো যাবে না। চোটগ্রস্ত আঙ্গুলে ইনফেকসান যে আর নেই- সেটা নিশ্চিত হবার পরই অস্ত্রোপচারের তারিখ ঠিক করতে হবে। সেই নিশ্চয়তার জন্যই এই লম্বা সময়ের প্রয়োজন হবে।’

এতসব খবরকে হয়তো দুঃসংবাদই মনে হবে। তবে সাকিব একটা সুখবর শুনিয়েছেন-‘ভাল দিক হচ্ছে সার্জারি না করেও হয়তো খেলা সম্ভব হতে পারে। এখন যেহেতু সার্জারি করার সুযোগ নেই, তাই চিন্তা করছি সার্জারি ছাড়া কিভাবে খেলা যায়। ফিজিওর সঙ্গে বসে এই বিষয়ে পরামর্শ করবো। আসলে মাঠে ফিরে আসার কোন টাইম ফ্রেম নেই। এখন হাতে ব্যথা নেই। হয়তো সামনের মাসেও মাঠে খেলতে পারি!’

   

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;