লিগ শিরোপা ধরে রাখল বসুন্ধরা কিংস

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বসুন্ধরা কিংসের ফুটবলারদের শিরোপা জয়ের উচ্ছ্বাস

বসুন্ধরা কিংসের ফুটবলারদের শিরোপা জয়ের উচ্ছ্বাস

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। এবং শিরোপা জিতে নিল তারা চার ম্যাচ হাতে রেখেই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে লিগ সেরা কিংস। ২০ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা ধরে রাখল তারা। 

বিজ্ঞাপন

কোচ অস্কার ব্রুসনের দলের হয়ে গোল করেন ব্রাজিলের দুই ফুটবলার রবসন দি সিলভা রবিনহো ও জোনাথন দি সিলভেইরা ফার্নান্দেস।

এক ম্যাচ কম খেলে শেখ জামাল ৩৯ পয়েন্টের পুঁজি নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। লিগের দ্বিতীয় সেরা দল হতে তাদের পিছু লেগে আছে আবাহনী লিমিটেড। 

এ নিয়ে গত তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো লিগ ট্রফি ঘরে তুললো কিংস। ২০১৮-১৯ মৌসুমে প্রথমবার লিগ জিতেছিল তারা। করোনার কারণে ২০১৯-২০ মৌসুমের লিগ বাতিল হয়ে যায়। এক মৌসুম বিরতি শেষে এবার ফের চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস।