দশ সপ্তাহের দর্শক হয়ে গেলেন আগুয়েরো

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সার্জিও আগুয়েরো

সার্জিও আগুয়েরো

ফের ইনজুরিতে পড়েছেন সার্জিও আগুয়েরো। ফলে লম্বা সময়ের জন্য দর্শক হয়ে গেছেন বার্সেলোনার এ তারকা ফরওয়ার্ড। 

আগুয়েরো ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন। খবরটি নিশ্চিত করে কাতালান জায়ান্ট ক্লাবটি জানিয়েছে, ফিটনেস ফিরে পেতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে আগুয়েরোর। ফলে ন্যু ক্যাম্পের হয়ে অভিষেক পর্বটা পিছিয়ে গেল আর্জেন্টাইন এ সুপারস্টারের। 

বিজ্ঞাপন

মে মাসের শেষ দিনে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য বার্সায় নাম লিখেছেন তিনি।