জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ



এম. এম. কায়সার, স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
সৌম্য-ইমরুলের শতরানে অনায়াস জয় বাংলাদেশের

সৌম্য-ইমরুলের শতরানে অনায়াস জয় বাংলাদেশের

  • Font increase
  • Font Decrease

একেই বলে একক আধিপত্য! একেবারে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। ঠিক যেন খড়কুঁটোর মতোই উড়ে গেল বাংলাদেশের সামনে তারা এই সিরিজে। তিন ম্যাচের সবগুলোতে দাপট দেখিয়ে বাংলাদেশ সিরিজ জিতলো পরিস্কার ৩-০ ব্যবধানে। যথারীতি আরেকবার হোয়াইটওয়াশড জিম্বাবুয়ে।

সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে শুক্রবার, ২৬ অক্টোবর জিম্বাবুয়ে প্রতিদ্বন্দিতা গড়তে পারে বলে একটা ধারণা হচ্ছিল। টসে হেরে আগে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৮৬ রানের বড় সঞ্চয় করে জিম্বাবুয়ে সেই লড়াইয়ের প্রাথমিক ইঙ্গিত দিয়েছিলো। বাংলাদেশ ইনিংসের প্রথম বলে লিটন দাসকে ফিরিয়ে দিয়ে শুরুটাও করেছিলো তার নাটকীয় ভঙ্গিতে। কিন্তু কিসের লড়াই? কিসের প্রতিদ্ব›িদ্বতা? মাত্র ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের গড়া বড় টার্গেট টপকে গেল বাংলাদেশ। ম্যাচ জিতলো ৭ উইকেটের বড় ব্যবধানে। ৪৭ বল বাকি থাকতেই এই ম্যাচ জিতলো বাংলাদেশ। কেমন দাপট দেখিয়ে বাংলাদেশ এই ম্যাচ জিতলো সেটা স্পষ্ঠ এই সংখ্যাতত্ত্বেই!
সিরিজের শেষ এই ম্যাচে সৌম্য সরকার ও ইমরুল কায়েসের ব্যাটের কাছেই যে মিসমার জিম্বাবুয়ে! সৌম্য করলেন ৯২ বলে ১১৭ রান। ৯ বাউন্ডারি ও ৬ ছক্কায় দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য। সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেলেন। আর সুযোগ পেয়েই সেঞ্চুরি এবং ম্যাচসেরা!

আর ইমরুল? সিরিজের শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। মাঝের ম্যাচটায় মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। আর সিরিজ শেষও করলেন আরেকটি দাপুটে সেঞ্চুরি দিয়ে! সিরিজে তার রান সবশুদ্ধ ৩৪৯। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে এটি নতুন রেকর্ড। আগের ৩১২ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/26/1540571279780.jpg

সিরিজের তিন ম্যাচের মধ্যে সবচেয়ে ভাল ব্যাটিং করলো জিম্বাবুয়ে এই ম্যাচেই। মিডলঅর্ডারে তিন চমৎকার জুটি গড়ে দলের রান নিয়ে গেল ২৮৬ রানে। শন উইলিয়ামস সেঞ্চুরি পেলেন। ব্রেন্ডন টেইলর করলেন ৭৫ রান। সিকান্দার রাজার ব্যাট হাসলো ৪০ রানে। কোন চট্টগ্রামের মাঠে ২৮৬ রানের স্কোরকে ভাল না বলার কোন উপায় নেই। কিন্তু বাংলাদেশ যে তারচেয়েও ভাল ব্যাটিং করলো। স্কোরবোর্ডে কোন রান জমা হওয়ার আগেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস ইনিংসের প্রথম বলেই শূণ্য রানে এলবিডব্লু। রিভিউ নিয়ে রক্ষা হয়নি তার। সেই শূণ্য থেকে শুরু করা সৌম্য সরকার ও ইমরুল কায়েস দ্বিতীয় উইকেট জুটিতে যা করলেন সেটা গড়লো নতুন ইতিহাস। এই জুটিতে তাদের ২২০ রানের সঞ্চয় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড। শুধু তাই নয়, যে কোন উইকেট জুটিতেও বাংলাদেশের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। সাকিব-মাহমুদউল্লাহর গড়া ২২৪ রানের রেকর্ড জুটি এখনো শীর্ষে।

ইমরুল কায়েস ৪১ বলে ৫০ করেন। সৌম্য সরকারের হাফসেঞ্চুরি আসে ৫৪ বলে। কিন্তু এরপরের অধ্যায়ের কাহিনী ঠিক উল্টো। হাফসেঞ্চুরির পর সৌম্য সরকার ছক্কা-চারের ঝড় তুলে মাত্র ৮১ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পর সৌম্যর ব্যাট আরো যেন ক্ষুরধার তরবারি হয়ে উঠে। ৯২ বলে ১১৭ রান করে সৌম্য সরকার আউট হতে কিছুটা যেন হাঁফ ছেড়ে বাঁচে জিম্বাবুয়ে। অপরপ্রান্তে ইমরুল কায়েস তখন কিছুটা ধীরস্থির। কারণ আগের ম্যাচেই তাড়াহুড়ো করতে গিয়ে মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হারিয়েছিলেন তিনি। এই ম্যাচে সেঞ্চুরির কাছে গিয়ে তাই বাড়তি সতর্কতা নিলেন। ৯৮ বলে তার ব্যাটও হাসলো সেঞ্চুরির হাসিতে। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুটি সেঞ্চুরি করতে ইমরুল কায়েসকে খেলতে হয়েছিলো ৭৩টি ম্যাচ। আর পরের দুই সেঞ্চুরি পেলেন মাত্র ৩ ম্যাচের ব্যবধানে!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Oct/26/1540571296052.jpg

জিম্বাবুয়ে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়া এই সিরিজের দুঃখগাথা যখনই জিম্বাবুয়ের মনে পড়বে তখনই তারা আরেকবার সমীহের সঙ্গে একটা নাম উচ্চারণ করবে-ইমরুল কায়েস!

যে সিরিজে ইমরুল কায়েস তিন ম্যাচে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। রেকর্ড ৩৪৯ রান তুলেছিলেন। এই ওয়ানডে সিরিজের ট্রফির গায়ে নতুন একটা শব্দমালা খোদাই করা দেয়া যেতেই পারে-‘ইমরুলের সিরিজ!’

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে ২৮৬/৫ (৫০ ওভারে, মাসাকাদজা ২, চেপাস ০, টেইলর ৭৫, শন উইলিয়ামস ১২৯*, সিকান্দার রাজা ৪০, পিটার মুরস ২৮, চিগুম্বুরা ১*, অতিরিক্ত ১১, আবু হায়দার ১/৩৯, সাইফুদ্দিন ১/৫১, নাজমুল ইসলাম ২/৫৮)। বাংলাদেশ ২৮৮/৩ (৪২.১ ওভারে, লিটন দাস ০, সৌম্য ১১৭, ইমরুল ১১৫, মুশফিকুর ২৮*, মিঠুন ৭*, মাসাকাদজা ১/৭১)। ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সৌম্য সরকার। সিরিজ সেরা: ইমরুল কায়েস।

   

প্রস্তুত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স, প্রস্তুত বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচ শুরু হতে বাকী আরও একদিন।  বাংলাদেশ দল যখন সিরিজকে সামনে রেখে অনুশীলনে তখন ম্যাচ শুরুর সময়ের দূরত্ব প্রায় দুই দিন৷ অর্থাৎ প্রায় ৪৮ ঘন্টা। যে মাঠে শান্ত-সাকিবরা গা করছে ফুটবল এবং স্ট্রেচিং করছে, সেটা প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। যেখানে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ।

দিনদুয়েক আগেই হিউস্টন পড়েছিলো ঘূর্ণিঝড়ে কবলে। এই মাঠ হয়েছিলো লণ্ডভণ্ড। অস্থায়ীভাবে মাঠ বানানো হয়েছে, তাই ড্রেসিং, তাবু, ডাগআউট এবং অফিসিয়ালদের বসার রুমসহ সবই হয়েছিলো এলোমেলো। শঙ্কা জেগেছিলো সিরিজ মাঠে গড়ানো নিয়েই। তবে অস্থায়ী মাঠ হওয়ার সুবাদে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে মাঠের অবকাঠামো।

গত বৃহস্পতিবার রাতে ৭৫ মাইল গতিবেগের সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অনুশীলনের সব নেট,টিভি এবং লাইভ স্ট্রিমিং সম্প্রচারের সাইটস্ক্রিনের পিছনে স্ক্যাফোল্ডিং টাওয়ারগুলোও। তবে দ্রুতই সেগুলো সংস্কার শেষে প্রস্তুত স্টেডিয়াম। সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দলও।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২১ মে এবং একই মাঠে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ মে।

;

টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে ম্যাগার্ক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল কিংবা অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে যে ফর্মে ছিলেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক; তাতে অনেকেই ধরে নিয়েছেন অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন এই ওপেনার। তবে সেটা হয়নি। অভিজ্ঞতা না থাকায় অজি নির্বাচকেরা ভরসা রাখেননি এই ব্যাটারের ওপর। তবে অজিদের সাথে আমেরিকার বিমানে চড়ছেন ম্যাগার্ক। যাচ্ছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। এমনটাই দাবি ক্রিকভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও অভিষেকই হয়নি এই ব্যাটারের। তবে ওয়ানডে সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন গেলো ফেব্রুয়ারিতেই। অভিষেক করেছেন ৫ বলে ১০ রান। পরের ম্যাচেই ১৮ বলে ৪১ রানের ইনিংস। তবে এইটুকু অভিজ্ঞতায় সন্তুষ্ট ছিলেন না জর্জ বেইলিরা। সেটাও একেবারেই অস্বাভাবিক কিছু নয়। বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএলকে সেভাবে প্রাধান্য দেননি অজি সিলেকশন প্যানেল।

আইপিএলের চলতি আসরে  দুইবার পনেরো বলে ফিফটি করেছেন এই ডানহাতি। যার মাঝে একটা ছিলো ২৭ বলে ৮৪ রানের ইনিংস। আরেকটা মাত্র ১৮ বলে ৬৫ রানের। আরেকটা ফিফটি করেছেন ১৯ বলে। স্লোয়েস্ট ফিফটিটাও ছিলো ২৯ বলে। এমন একজন ব্যাটার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে না পারায় অবাক হয়েছেন অনেকেই।

আইপিএলের চলতি আসরে নয় ইনিংসে করেছেন ৩৩০ রান। যেটার ২৯৬ রানই এসেছেন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি থেকে। যেটা মোট রানের ৮৯.৭ শতাংশ। ২৮ ছক্কা আর ৩২ টা চার। স্ট্রাইক রেট ২৩৪।

ম্যাগার্ক ছাড়াও বিশ্বকাপ বিমানের টিকিট কাটায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন টপ অর্ডার ব্যাটার ম্যাথু শর্ট।

;

বৃষ্টিতে পরিত্যক্ত গ্রুপপর্বের শেষ ম্যাচ, এলিমিনেটরে খেলবে রাজস্থান 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গতকালের প্রথম ম্যাচে প্রথমবারের মতো আইপিএলের এবারের আসরে ২০০ রানের অধিক লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ উইকেটের সেই জয়ের পর ১৪ ম্যাচ শেষে হায়দরাবাদের পয়েন্ট দাঁড়ায় ১৭, নেট রান রেট ০.৪১৪। এতে আপাতত তালিকার দুইয়ে উঠে আসে প্যাট কামিন্সের দল। তবে সেই জায়গা পাকাপোক্ত হবে কি-না তা ঝুলে ছিল দিনের আরেক ম্যাচের ওপর। 

কলকাতা-রাজস্থানের সেই ম্যাচ দিয়েই শেষ হলো এবারের আসরের গ্রুপপর্ব। সেই ম্যাচে জয় হলো বৃষ্টির। এতে কপাল খুলল হায়দরাবাদের, পুড়ল রাজস্থানের। কলকাতার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর ১৪ ম্যাচে রাজস্থানের পয়েন্টও হায়দরাবাদের সমান ১৭, তবে নেট রান নেট ০.২৭৩। এতেই শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত হয়ে হায়দরাবাদের এবং তালিকার তিনে নেমে এখন এলিমিনেটরে খেলতে হবে রাজস্থানকে। 

শীর্ষে থাকা কলকাতা গ্রুপপর্ব শেষ করলো ২০ পয়েন্ট নিয়ে। এবং এই প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছাল তারা। এদিকে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের শেষ দল বেঙ্গালুরু। 

গত রাতের স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে কয়েক দফার বৃষ্টির পর দেখা দেয় ম্যাচের সম্ভাবনা। ম্যাচ অফিশিয়ালসরা ঘোষণা করে ৭ ওভার প্রতি ইনিংসের ম্যাচের। হয়ে যায় টসও। সেখানে টসে জিতে আগে বোলিং নেয় কলকাতা। তবে ফের নামে বৃষ্টি এবং এবার পরিত্যক্তের ঘোষণা আসে। 

আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে কলকাতা ও হায়দরাবাদ। পরের দিন ২২ মে এলিমিনেটরে মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু।    

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইতালিয়ান সেরি আ-তে আজ জুভেন্টাসের ম্যাচ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

সেরি আ

বোলোনিয়া-জুভেন্টাস

রাত ১২টা ৪৫ মিনিট, স্পোর্টস ১৮-১

ইংলিশ প্রিমিয়ার লিগ

দ্য উইকেন্ড র‍্যাপ

সকাল ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুটবল-পুন:প্রচার

ম্যান সিটি-ওয়েস্ট হাম

বেলা ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুটবল শো

রোড টু ইউরো ২০২৪

বিকেল ৪টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ২

;