র‍্যাঙ্কিংয়ে জামাল ভূঁইয়াদের ফের অবনতি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাপ্টেন জামাল ভূঁইয়া ও তার দল

ক্যাপ্টেন জামাল ভূঁইয়া ও তার দল

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেন পিছিয়েই চলেছে। গত আগস্টে চার ধাপ নিচে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার নতুন র‌্যাঙ্কিংয়ে আরও এক ধাপ অবনমন হয়েছে জামাল ভূঁইয়াদের। এক ধাপ পিছিয়ে এখন ১৮৯তম স্থানে রয়েছে কোচ জেমি ডে’র শিষ্যরা।

তিন জাতি ফুটবল টুর্নামেন্টে ফিলিস্তিন ও কিরগিজস্তানের কাছে হার মেনেছে বাংলাদেশ। সেই আঁচ লেগেছে র‍্যাঙ্কিংয়ে। 

বিজ্ঞাপন

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবশ্য বড়সড় কোনো পরিবর্তন আসেনি। র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বেলজিয়াম। তাদের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থানটা অদল-বদল করেছে ইংল্যান্ড ও ফ্রান্স।

ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা জয়ী ইতালি ও আর্জেন্টিনা আগের মতোই পাঁচ ও ছয়ে বসে আছে। এক ধাপ ওপরে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের অবস্থান এখন সাতে।

বিজ্ঞাপন