অখেলোয়াড়সুলভ আচরণ, এক ম্যাচ নিষিদ্ধ জিমি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
রাসেল মাহমুদ জিমি

রাসেল মাহমুদ জিমি

  • Font increase
  • Font Decrease

ক্লাব কাপ হকির মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাসেল মাহমুদ জিমি। সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। 

নিষেধাজ্ঞা শাস্তির কারণে বৃহস্পতিবার, ১৪ অক্টোবর টুর্নামেন্টের সেমি-ফাইনালে খেলতে পারবেন না মোহামেডান স্পোর্টিং ক্লাবের এ হকি তারকা।

পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহার করেন জিমি। প্রতিপক্ষ গোলরক্ষক কাঞ্চন মিয়াকে দেন ধাক্কা। তর্কে জড়িয়ে পড়েন পুলিশ এসসি দলের কর্মকর্তাদের সঙ্গেও। 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গতকাল সোমবার পুলিশ এসসির বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলের জয়ের ম্যাচে এই কাণ্ড ঘটান জিমি। এ ঘটনার পর পুরো ম্যাচ খেলেনি পুলিশ এসসি। এজন্য তাদের জরিমানা হয়েছে পাঁচ হাজার টাকা।

   

চেন্নাইয়ের বোলিং তোপে রাজস্থানের সংগ্রহ ১৪১



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চেপকে ব্যাট হাতে ঠিক সুবিধা করতে পারল না রাজস্থান রয়্যালস। সিমারজিত-তুষারদের গতি আর বৈচিত্র্যের সামনে খাবি খেয়েছে সঞ্জু স্যামসনের দল। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করতে পেরেছে সাকুল্যে ১৪১ রান।

টস জিতে ব্যাট করতে নামা রাজস্থানের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন সিমারজিত। রাজস্থানের ব্যাটিং অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার যশস্বী জয়সোয়াল (২৪), জস বাটলার (২১) এবং সঞ্জু স্যামসনকে (১৫) তুলে নেন এই পেসার।

মিডল অর্ডারে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিয়ান পরাগ। ৩৫ বলে ১ চার সঙ্গে ৩ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ২৮ রানের ক্যামিও রাজস্থানের সংগ্রহকে ভদ্রস্থ করায় ভূমিকা রাখেন ধ্রুভ জুরেল।

সিমারজিত ২৬ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। ২ উইকেট যায় তুষার দেশপান্ডের ঝুলিতে। মুস্তাফিজ, পাথিরানা, দীপক চাহারদের অনুপস্থিতিতে বোলিং বিভাগের দায়িত্ব বুঝে নিয়েছেন এই দুই তরুণ পেসার।

প্লে-অফের দৌড়ে টিকে থাকতে চেন্নাইয়ের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ১৪২ রানের লক্ষ্য তাদের জন্য মোটেই কঠিন হওয়ার কথা নয়।

;

ম্যাচ শেষ হতেই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত সাকিব



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে তখন ট্রফি নিয়ে উদযাপনে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অন্য ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসানকে তাদের মাঝে খুঁজে পাওয়া গেল না। সাকিব তখন ব্যাট-প্যাড নিয়ে ছুটলেন সেন্টার উইকেটের দিকে।

সিরিজ জয় উদযাপনের চেয়ে ব্যাটিং অনুশীলনকে এগিয়ে রাখলেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে মাঠে নেমে যথাক্রমে ১ ও ২১ রান আসে তার ব্যাটে।

বল হাতে অবশ্য উজ্জ্বল ছিলেন সাকিব। চতুর্থ ম্যাচে শেষ ওভারে ২ উইকেট নিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন। সবমিলিয়ে দুই ম্যাচে ঝুলিতে পুরেছেন ৫ উইকেট। ওভারপ্রতি ছয়ের নিচে রেখেছেন ইকোনমি রেট।

তাই ম্যাচ শেষ হতেই ব্যাটিং অনুশীলনে মনোযোগী হতে দেখা গেল সাকিবকে। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে চান তিনি।

;

আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে মেলাতে চান না শান্ত 



Apon tariq
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আড়াইশোর বেশি রান হচ্ছে নিয়মিতই। অনেকক্ষেত্রে এই স্কোরও ডিফেন্ড করাটাও অসাধ্যে পরিনত হয় বোলারদের জন্য। আইপিএল থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের দিকে তাকালে পার্থক্য আকাশ-পাতাল। জিম্বাবুয়ে আগে ব্যাট করলে রান হয় ১২০ থেকে ১৩০। বাংলাদেশের ক্ষেত্রে দেড়শোর আশেপাশে। যেটা জিম্বাবুয়ে তিন দিন চেজ করতে গিয়ে সফলতা পেয়েছে মাত্র একদিন। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও রানের রেঞ্জটা এমনই হবে, বড়জোর ১৫-২০ রান বাড়বে, এমনটাই মত টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্তের। বিশ্বকাপের আগে আরও একবার মনে করিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট এক নয়। 

আইপিএলে ২০০-২৫০ রানের সেসব উইকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের উইকেটের বিস্তর ফারাক আছে বলে জানান শান্ত। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইপিএল যে উইকেটে হয়েছে..আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মেলানোই যাবে না। আমার মনে হয়, গত বছর পিএসএলেও এরকম রান হয়েছে, ২০০ প্লাস, আড়াইশ রানও হয়েছে। ’

আন্তর্জাতিকে ১৬০ থেকে ২০০ রানের সংগ্রহকে ভালো স্কোর মানছেন শান্ত। ‘আন্তর্জাতিকে আমি যতটুকু জানি ১৬০ থেকে ১৭৫-১৮০, ২০০ রান যদি কোনো দল করে এটা খুব ভালো স্কোর। এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। আমার মনে হয় বিশ্বকাপে এরকমই রান হবে,  ১৬০-৮০ এর মধ্যেই থাকবে ভালো উইকেটে। এর ভেতরই বোলারদের ডিফেন্ড করতে হবে বা রান চেজ করতে হবে। আইপিএলের সঙ্গে তুলনা করাটা আমার মনে হয় না কখনোই যৌক্তিক।’

;

মঙ্গলবার শুরু ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নয় বছর ধরে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সংগঠনের সদস্যদের জন্য আয়োজন করছে স্পোর্টস কার্নিভাল। সে ধারা অব্যাহত রেখে এবারও স্পোর্টস কার্নিভাল আয়োজিত হচ্ছে।

এবার ৭টি ডিসিপ্লিনে মোট ১০টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় বিএসপিএ কার্যালয়ে ক্যারম ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এই আসর। প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল উপলক্ষ্যে আজ (রবিবার) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএ’র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, বিএসপিএ সাধারণ সম্পাদক  মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম।

;