বাংলাদেশি খুদে স্পিনারের মায়াজালে মোহিত শচীন
বরিশালের মাহাবাজ এলাকার খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদ। এখনো স্কুলে ভর্তি হয়েছে কে জানে?
কিন্তু তার লেগ স্পিনের জাদু মুগ্ধ করেছে নেটিজেনদের। ভাইরাল হওয়া তার কব্জির ভেলকির ভিডিও পৌঁছে গেছে শচীন টেন্ডুলকার।
লিটল মাস্টার এক বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেয়ে আর দেরি করেননি। নিজের টুইটার অ্যাকাউন্টে দিয়েছেন শেয়ার।
৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ঘাসে আর রাস্তার পিচে ছয় বছরের বিস্ময়কর ওই বালক ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করছে লেগ স্পিন আর গুগলির মায়াজালে। শিশুটি সব মিলিয়ে আটটি বল করে তিন ব্যাটসম্যানসকে করেছে বোল্ড।
সাদিদের স্পিন জাদুতে বিস্মিত শচীন লিখেছেন, 'ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছ, এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।'