কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন
সকল ধরনের পরীক্ষা-নীরিক্ষা শেষে কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন করেছে ফিফা। ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থাটি বলটির নাম দিয়েছে ‘আল রিহলা'।
আরবি শব্দ দুটির বাংলা অর্থ ‘যাত্রা’। এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারের সংস্কৃতি, স্থাপত্য, প্রতীকী নৌকা ও তাদের পতাকার রং ফুটে উঠেছে বিশ্বকাপের বলটির গায়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলটি উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিফা। বল উন্মোচনে অংশ নিয়েছেন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি ও দক্ষিণ কোরিয়ার স্টার স্ট্রাইকার সন হিউং-মিন।
প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ও ফিফা বলছে, এখনকার গতিময় ফুটবলের সঙ্গে তাল মেলাতে সক্ষম বলটি। বিশ্বকাপের ইতিহাসে এর আগের সব বলের চেয়ে এটি বেশি বাতাসের গতিতে ছুটতে পারে।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারের মাটিতে বসতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের আগামী আসর।