হিমালয়ের কাছে পরাস্ত জামাল ভূঁইয়ারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-নেপাল

বাংলাদেশ-নেপাল

কম্বোডিয়ার বিপক্ষে জয়ের সুখস্মৃতি নিয়েই নেপাল জয়ের মিশনে নেমেছিল বাংলাদেশ। কিন্তু নাহ। স্বপ্ন সত্যি হলো না। হিমালয়ের দেশে হারের তেতো স্বাদই হজম করতে হলো জামাল ভূঁইয়ারা। 

নেপালের একই স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছেন দেশের মেয়েরা। সেই অনুপ্রেরণা সঙ্গী করেছিল ছেলেরা। কিন্তু দিনটি বড়ই অপয়া। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে ভাগ্যটা কথা বলল না কিছুতেই। 

বিজ্ঞাপন

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ৩-১ গোলে হার মেনেছে বাংলাদেশ।

নেপালের জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান অঞ্জন বিস্তা। বাংলাদেশের জার্সি গায়ে এক গোল শোধ করেন সাজ্জাদ হোসেন।