প্রথম টি-টুয়েন্টিতে উইন্ডিজের দাপুটে জয়



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ব্যাট-বলে দাপটে অনায়াস জয় ওয়েস্ট ইন্ডিজের

ব্যাট-বলে দাপটে অনায়াস জয় ওয়েস্ট ইন্ডিজের

  • Font increase
  • Font Decrease

লো-স্কোরের ম্যাচ কিভাবে জিততে হয়-সেটা করে দেখালো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের গড়া ১২৯ রানের স্কোর টপকে গেলো মাত্র ১০.৫ ওভারে হাতে ৮ উইকেট অক্ষত রেখে। একতরফা ভঙ্গিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ৮ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে গেল ১-০ তে। সেই সঙ্গে টি-টুয়েন্টির পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯১ রানের বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেললো!

ব্যাটে-বলে ¯্রফে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে এই ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। টি-টুয়েন্টিকে ওয়েস্ট ইন্ডিজের কেন প্রিয় ফরমেট বলা হয়-তার প্রমান দেখালো তারা সিরিজের প্রথম ম্যাচে।

সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং বেছে নেয়। কিন্তু পাওয়ার প্লে তেই সাকিব আল হাসান ছাড়া বাকি টপঅর্ডার ব্যাটসম্যানদের ‘পাওয়ার’ই শেষ! সাকিব একপাশ আঁকড়ে রেখে ৪৩ বলে ৬১ রানে কার্যকর ইনিংস খেলেন। ব্যাটিং বলতে যা বোঝায় সেটা সাকিব ছাড়া এই ম্যাচে বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান দেখাতেই পারেননি। তামিম, লিটন, সৌম্য ও মুশফিক সবাই ডাবল ডিজিটে পৌছানোর আগেই আউট! ওয়েস্ট ইন্ডিজ পেসারদের সামাল দিতেই ব্যর্থ দলের ব্যাটসম্যানরা। ইনিংসের পুরো ওভারের কোটাও পুরণ করতে পারেনি বাংলাদেশ। শুরুর মতো শেষের দিকেও ব্যাটসম্যান চটজলদি আউট। মাঝের সময়টুকুতে সাকিব আল হাসান একপাশ ধরে লড়াই চালিয়ে যাওয়ায় স্কোর তিন অংকের ঘর ছাড়ায়।

ভুল শট নির্বাচন। টাইমিংয়ে গোলযোগ। ভুল বোলারকে আক্রমণ। ব্যাটিং পরিকল্পনা ভুলে ভরা। এমনসব ভুলের ভারে ভারাক্রান্ত বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৯ ওভারে। স্কোরবোর্ডে সঞ্চয় মাত্র ১২৯ রান।

টি-টুয়েন্টিতে এত কম স্কোর নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো যায় না। আর জয়ের সেই কাজটা আরো মামুলি করে দেয় শাই হোপের ঝড়ো ব্যাটিং। মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জানিয়ে দিলেন ওয়ানডে সিরিজের ব্যাটিংয়ের ধার টি-টুয়েন্টিতে আছে তার! মেরে কেটে ব্যাট চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে ১ উইকেটে ৯১ রান তুলে নেয়। টি-টুয়েন্টির পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান তোলার বিশ্বরেকর্ড স্পর্শ করলো ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে।

২৩ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংসের পর শাই হোপ ফিরে গেলে ব্যাট হাতে ঝড় তোলার বাকি কাজটুকু সম্পন্ন করেন নিকেলাস পুরান ও কিমো পল। পুরান ১৭ বলে অপরাজিত ২৩ রান করেন। আর অলরাউন্ডার কিমো পল মাত্র ১৪ বলে ৩ ছক্কা ও ১ বাউন্ডারিতে হার না মানা ২৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে দাপুটে জয় এনে দেন।

বোলিংয়ে এই ম্যাচে বাংলাদেশের যে ভয়াবহ সময় কাটলো সেটা খুব দ্রæতই ভুলে যেতে চাইবে তারা। স্পিনারদের ওপর যেন ভীষণ রকম ক্ষোভ নিয়ে নেমেছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা এই ম্যাচে। সাকিব আল হাসান তার ৩.৫ ওভারে খরচা করেন ৩২ রান। আর অফস্পিনার মেহেদি মিরাজের ২ ওভারে ব্যয় ৩৭ রান! আবু হায়দার ও মুস্তাফিজ নিজেদের প্রথম ওভারে ১৫ করে রান দেয়ার পর তারা আর বোলিংয়ে আসার সুযোগই পেলেন না! আরেক পেসার সাইফুদ্দিনের অবস্থাও তেমনই!

সিরিজের দ্বিতীয় ম্যাচ মিরপুরে ২০ ডিসেম্বর।

স্কোরকার্ড: বাংলাদেশ: ১২৯/১০ (১৯ ওভারে, তামিম ৫, লিটন ৬, সৌম্য ৫, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফউদ্দিন ১, মেহেদি ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০, অতিরিক্ত ৮, ক্যাটরল ৪/২৮, কিমো পল ২/২৩, থমাস ১/৩৩, ব্রাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯)। ওয়েস্ট ইন্ডিজ: ১৩০/২ (১০.৫ ওভারে, লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৮*, অতিরিক্ত ৬, সাইফউদ্দিন ১/১৩, মাহমুদউল্লাহ ১/১৩)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: শেল্ডন ক্যাটরল। দ্বিতীয় ওয়ানডে: ২০ ডিসেম্বর, মিরপুর

   

দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, ৩ দল পায়নি একটি ম্যাচও  



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩ দিন সময় হাতে রেখে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কিছুটা সময় হাতে নিয়েই বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিতে পৌঁছাল শান্ত-সাকিবরা। কেননা যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেল বিশ্বকাপের আগের নিজেদের ঝালিয়ে নিতে আরও দুটি ম্যাচ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

যুক্তরাষ্ট্র সিরিজের পর এবং বিশ্বকাপের মূলপর্ব শুরুর মাঝের সময়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের এই অংশে একটিও ম্যাচ পায়নি পাকিস্তান, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এটি জানা গিয়েছিল আগেই। এবার গতকাল এক বিবৃতিতে আইসিসি প্রস্তুতি পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করলে জানা গেল তার দিনক্ষণও। ম্যাচটি হবে আগামী ১ জুন। তবে কোথায় এবং কখন শুরু হবে তা এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। 

এদিকে প্রস্তুতি অংশে বাংলাদেশের আরেকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিবি। কেননা বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির সঙ্গে এর আগে সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য শেষ পর্যন্ত প্রস্তুতি সূচিতে উঠে গেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিনক্ষণ। সেই ম্যাচটি আগামী ২৮ মে। 

আগামী ২৭ জুন শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। এদিকে নামিবিয়া খেলবে সর্বোচ্চ তিনটি ম্যাচ। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে একটি ম্যাচ। এর মধ্যে প্রোটিয়ারা আবার খেলবে নিজেদের মধ্যেই দুই দলে ভাগ হয়ে। 

যুক্তরাষ্ট্রের দুটি মাঠ টেক্সাস, ফ্লোরিডায় এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি মাঠ ব্রায়ান লারা একাডেমি ও কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

এক নজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি। 

২৭ মে

কানাডা-নেপাল, টেক্সাস

ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

২৮ মে

শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস

অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

২৯ মে

দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা

আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩০ মে

নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস

স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস

নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩১ মে

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা

স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

১ জুন

বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)



;

গুজরাটের টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে, প্লে-অফে হায়দরাবাদ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই বৃষ্টিতেই কপাল পুড়েছিল গুজরাট টাইটান্সের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে শেষ চারের স্বপ্নটাও শেষ হয় তাদের। আইপিএলে এবারই প্রথম প্লে-অফের আগে বিদায় নিল গুজরাট। নিজেদের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে গুজরাট, এর মধ্যে ২০২২ আসরে হয়েছিল চ্যাম্পিয়ন। 

কলকাতার বিপক্ষে ম্যাচটির পর এবার সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের ম্যাচটিও ভেস্তে গেল বৃষ্টিতে। গুজরাটের জন্য অবশ্য এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টির সুবাদের কপাল খুলেছে হায়দরাবাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগিতে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে কামিন্স-হেডরা। 

আসরের শুরু থেকেই ব্যাটিং বিধ্বংসী দলের তকমা পাওয়া হায়দরাবাদ ছিল দারুণ ছন্দে। শুরুর সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। তবে পরের চার ম্যাচের তিনটিতে হেরে শেষ চারের রাস্তা কঠিন বানিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দলটি। পরে নিজেদের ১২তম ম্যাচে লক্ষ্ণৌয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এবং গতকালের ১ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যায় হায়দরাবাদ। 

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বৃষ্টির তীব্রতায় গতকালের ম্যাচটিতে গড়ায়নি টসও। পরে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। 

আইপিএলের ১৭তম এই আসরে এর আগেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই। নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌয়ের সম্ভাবনা একবারেই কম। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। 

;

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;