বদলে গেল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিনক্ষণ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বাফুফে

ছবি- বাফুফে

৩ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার ঠিক পরের দিন ফুটবলেও আফগানদের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে শেষ সময়ে এসে সে ম্যাচের সময়টা বদলে গেছে। ম্যাচটা হবে আগামী ৩ সেপ্টেম্বর। ফলে একই দিনে ক্রিকেট ও ফুটবলে আফগানদের মুখোমুখি হবে দল।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটির মাঠে গড়ানোর কথা। তবে আফগানিস্তানের চাওয়াতে প্রথম ম্যাচের সময়সূচিটা গেছে বদলে। সিরিজের প্রথম ম্যাচটি একদিন এগিয়ে এসেছে। ফলে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক অভিষেকটা হয়ে যাচ্ছে একদিন আগেই।

বিজ্ঞাপন

চলতি সেপ্টেম্বরের উইন্ডোয় আফগানিস্তান তিনটি ম্যাচ খেলতে চায়। সে কারণেই তারা তারা বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল দুই ম্যাচের একটি ফিফা উইন্ডোর বাইরে খেলার জন্য। অনুরোধের পরিপ্রেক্ষিতে বাফুফে ফিফা ও এএফসির কাছে আবেদন করেছিল। সেই আবেদন আজ এএফসি মঞ্জুর করেছে। ফলে ম্যাচের সময়টা গেছে বদলে।