তানজিমের নারী বিদ্বেষী মন্তব্য, খতিয়ে দেখবে বিসিবি

  • বার্তা২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় দলে অভিষেকের এক সপ্তাহও পেরোয়নি, তানজিম হাসান সাকিব এরই মাঝে পড়ে গেছেন তীব্র সমালোচনার মুখে; তাও আবার মাঠের বাইরের কাজ দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরখানেক আগে এক পোস্ট আবারও চলে এসেছে সামনে, সেখানে তিনি স্পষ্টতই কর্মজীবি নারীদের নিয়ে বিদ্বেষমূলক কথা লিখেছিলেন। সেটা সামনে আসতেই তিনি চলে এসেছেন বিতর্কের কেন্দ্রে। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নজর এড়ায়নি। জানা গেছে, এ বিষয়টি খতিয়ে দেখছে বোর্ড।

গেল সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক তার। দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। এরপর শেষ ওভারের চাপ সামলে দলকে এনে দিয়েছেন ৬ রানের দারুণ এক জয়। তবে সে প্রশংসার রেশ কেটে গেছে সপ্তাহ না ঘুরতেই। পোস্ট ভাইরাল হওয়ায় তিনি পড়ে গেছেন তোপের মুখে।

বিজ্ঞাপন

সাকিব বছরখানেক আগে করা সেই পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’ এরও আগে তিনি তার ফেসবুকে লিখেছিলেন, ‘ভার্সিটির ফ্রি-মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না।’

তার এই মন্তব্য সামনে চলে আসার পরই সমালোচনার ঝড় বয়ে গেছে তাকে নিয়ে। তবে বিসিবি জানিয়েছে, বিষয়টি এখনো খতিয়ে দেখছেন তারা। ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস এএফপিকে জানিয়েছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়টি আরও খতিয়ে দেখছি।’

বিজ্ঞাপন

তানজিম তার ছোট্ট ক্যারিয়ারে এ পর্যন্ত খেলেছেন ১২টি প্রথম শ্রেণীর ম্যাচ। বাংলাদেশকে ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি।