প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে মাঠে নামবে ভারত
ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতকে নিয়ে বড় স্বপ্ন সমর্থকদের। বিশ্বকাপের আগে তাই সেরা প্রস্তুতিটাই নিতে চেয়েছিল রোহিত শর্মার দল। তবে শেষ পর্যন্ত সেটি হয়ে উঠেনি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি তাদের। ফলে কোনো প্রস্তুতি ছাড়াই একমাত্র দল হিসেবে বিশ্বকাপে মাঠে নামতে হবে তাদের।
বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। সেরা কম্বিনেশন বাছাই করতে যা বড় ভূমিকা রাখবে। সেখানে বাকি দলগুলোর চেয়ে খানিটকা পিছিয়েই পড়ল ভারত।
গত ৩০ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ড ম্যাচের পর এবার তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। দুই ম্যাচের কোনটিতেই মাঠে গড়ায়নি একটি বলও। উল্টো গৌহাটি থেকে তিরুবনন্তপুরমে রোহিতদের ভ্রমণ করতে হয়েছে ৬ হাজার কিলোমিটারের বেশি।
এই ভ্রমণ আরও বাড়বে তাদের। কেননা, আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে সেখানে রওনা হতে হবে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। প্রস্তুতি ছাড়া ও টানা ভ্রমণ ক্লান্তিতে ম্যাচটি অবশ্য সহজ হওয়ার কথা নয় ভারতের জন্য। তাছাড়া দু’দলের সবশেষ দেখায়ও ভারতকে ৬৬ রানে হারিয়েছে অজিরা।