পাকিস্তানের বিপক্ষে অজিদের দাপুটে জয়



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল? উত্তরটা সোজা সোজা-সাপটা, অস্ট্রেলিয়া। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের আসরে শুরুর যাত্রাটা ছিল ভিন্ন। শুরুর দুই ম্যাচে পায়নি জয়ের দেখা, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সল্প লক্ষ্যে দলটিকে ভুগতে হয়েছে। তবে এবার জাত চেনাল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারালো অনায়াসেই। ব্যাটিংয়েই গড়েছিল মূল ভিত। বোলাররা কেবল সায় দিলেন। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল।

৩৬৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল-হক। শুরুটা যেমন প্রয়োজন ঠিক তেমনই এনেছেন পাকিস্তানি ওপেনাররা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে রেকর্ড করে হারানোর দিনে দারুণ এক শতক করেন আব্দুল্লাহ শফিক। এদিন শুরু করেন দারুণ ছন্দে। তবে ফিফটি তুলে নেয়ার পর বেশিক্ষণ টিকলেন না ডানহাতি এই ব্যাটার। ২২তম ওভারের মার্কাস স্টয়নিসের প্রথম বলেই শফিক ফিরলে ভাঙে তাদের ১৩৪ রানের জুটি। তবে অপর প্রান্তে পিচে থিতু হয়ে এগোতে থাকেন আরেক ওপেনার ইমাম। তবে তাকেও বেশিক্ষণ টিকতে দিলেন না অল-রাউন্ডার স্টয়নিস। ৭১ বলে ৭০ রান করে ফিরলেন ইমাম।

আসরের এখন পর্যন্ত জ্বলে উঠেনি অধিনায়ক বাবার আজমের ব্যাট। এদিন দারুণ এক সুযোগ ছিল দলের গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরার। তবে এদিনও ব্যর্থ এই তারকা ব্যাটার (১৮)। সৌদ শাকিলকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে এগোতে থাকেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটির ভরে জয়ের একটা আশা দেখছিল দল। তবে সেখানে এবার বাঁধা অজি অধিনায়ক কামিন্স। দলীয় ২৩২ রানের মাথায় শাকিলকে ফেরান এই ডানহাতি পেসার।

পিচে থিতু হয়ে ফিরলেন রিজওয়ানও (৪৬)। স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ২৭৪ রান। বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যেই। শেষ পর্যন্ত সবকটি হারিয়ে ৩০৫ রানের গুঁটিয়ে যায় বাবরদের ইনিংস। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। কামিন্স ও স্টয়নিস নেন দুটি করে উইকেট।

এর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন মার্শ ও ওয়ার্নার। তবে ৮ ওভার পরই পাকিস্তানি পেসারদের ওপর চড়াও হ্ন তারা। পেসার হারিস রউফকে স্বাগত জানায় তার শুরুর ওভারে ২৪ রান নিয়ে। প্রথম পাওয়ারপ্লেতে ৮২ রান তোলার পর একই গতিতেই এগোতে থাকেন এই দুই ব্যাটার। ১৫ ওভারের মধ্যেই দুজন পান ফিফটির দেখা। সময় গড়ালে ভাঙেন ওয়ানডে বিশ্বকাপে অজিদের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১১ বিশ্বকাপে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিনের ১৮৩ রানের জুটিটি ছিল এই মাঠেই।

১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে মার্শ ফিরলে ভাঙে ২৫৯ রানের ওপেনিং জুটি। নিজের ৩২ বছর পূর্ণের দিনে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেলেন মার্শ।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে আক্রমণাত্মক খেলা চালানো জন্য নামা গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন প্রথম বলেই। স্টিভ স্মিথও (৭) ফেরেন দ্রুতই।

তবে আরেক প্রান্তে তাণ্ডব চালিয়ে চান ওয়ার্নার। ১১৬ বলে তুলে নেন ব্যক্তিগত দেড়শ রান। দলীয় ৩২৫ রানের মাথায় হারিস রউফের বলে ফিরলে থামে ওয়ার্নারের দুর্দান্ত এক ইনিংস। ৯ ছক্কা ও ১৪ চারের মারে ১২৪ বলে ১৬৩ রান করেন বাঁহাতি এই ব্যাটার। আসরে এখন পর্যন্ত এটিই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

শেষের দিকে বাকি ব্যাটাররা এগোলেন কিছুটা ধীরগতিতেই। আফ্রিদি ও রউফের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে রান কমে এলো অনেকখানিই। বল হাতে ১০ ওভারে ৫৪ রান খরচে আফ্রিদি তুলে নেন ফাইফার। রউফ নেন তিন উইকেট।

 

 

 

   

মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে জিতল মায়ামি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইন্টার মায়ামির হয়ে যে ম্যাচেই মাঠে নেমেছেন, তাদের জয়ে ভূমিকা রেখেছেন। প্রায় প্রতি ম্যাচেই দলের হয়ে গোল করছেন অথবা করাচ্ছেন লিওনেল মেসি। গতরাতে মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি, যেখানে জোড়া গোল আদায় করা ছাড়াও একটি গোলে অ্যাসিস্টও করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

এদিন ম্যাচের একদম শুরুতেই ধাক্কা খেয়ে বসে ইন্টার মায়ামি। প্রথম মিনিটেই গোল হজম করে তারা। এরপর পরিস্থিতি সামাল দিয়ে আক্রমণের সুযোগ তৈরি করতে থাকে মায়ামি, একের পর এক বেশকিছু আক্রমণ চালায় মেসির দল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা।

৩১তম মিনিটে মায়ামির হয়ে প্রথম গোলটি করেন মেসি। বিরতির পর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে গোলাপী জার্সিধারীরা। ৬৭তম মিনিটে সাবেক বার্সা সতীর্থ সার্হিও বুস্কেটসের দুর্দান্ত এক পাস থেকে নিখুঁত ফিনিশ করেন মেসি, পেয়ে যান ম্যাচে নিজের দ্বিতীয় গোল।

ম্যাচের শেষভাগে যেয়ে ৮৩ তম মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান বেঞ্জামিন ক্রেমাসকি। তবে মেসি একাই গোল করবেন কিন্তু সতীর্থ কাউকে দিয়ে গোল করাবেন না সে ঘটনা বিরল। ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে পুরোনো বন্ধু লুইস সুয়ারেজকে বাড়িয়ে দেন বল, ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে জড়ান উরুগুইয়েন তারকা স্ট্রাইকার।

মেসি নৈপুণ্যে আরও একটি জয় তুলে নিল ইন্টার মায়ামি। এই জয়ের পর মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে আছে মায়ামি। ১১ ম্যাচে ২১ পয়েন্ট তাদের।

;

লক্ষ্ণৌকে হারিয়ে শীর্ষেই রাজস্থান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে শনিবার রাতে খেলতে নেমেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যেখানে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে লক্ষ্ণৌ, ৭ উইকেটের জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে রাজস্থান তাদের শীর্ষস্থান দাপটের সঙ্গেই ধরে রাখল।

এদিন টসে জিতে শুরুতে লক্ষ্ণৌকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। শুরুতেই স্বাগতিকদের ওপেনার কুইন্টন ডি কক ফিরে গেলেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন অধিনায়ক কে এল রাহুল। ৪৮ বলে ৭৬ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়াও দিপাক হুদার ৩১ বলে ৫০ রানের ইনিংসটিও দলের রানের পাল্লা ভারি করতে সহায়তা করেছে। নির্ধারিত ওভার শেষে লক্ষ্ণৌয়ের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রানে।

জবাবে ব্যাট হাতে নেমে সাবলীল খেলা দেখাতে থাকেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার। তবে দলীয় ৬০ রানে ভাঙ্গে এই জুটি। এরপর উইকেটে নামা অধিনায়ক সাঞ্জু স্যামসন বরাবরের মতো গতরাতেও ছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত ব্যাট হাতে টিকে থেকে খেলেছেন ৩৩ বলে অপরাজিত ৭১ রানের অসাধারণ ইনিংস। তাকে সঙ্গ দিয়েছেন ধ্রুব জুরেল, করেছেন ৩৪ বলে ৫২ রান।

ব্যাটিং নৈপুণ্যে শেষে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। এই জয়ের পর ৯ ম্যাচে ১৬ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলেই রাখল তারা। দুইয়ে থাকা কলকাতার সঙ্গে রাজস্থানের পয়েন্টের ব্যবধান ৬। অপরদিকে ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্টের সঙ্গে টেবিলের চারে আছে লক্ষ্ণৌ।

;

সমতায় শেষ হলো পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে ৯ রানের জয় তুলে নিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করল পাকিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এই সিরিজে কোনো দলই এগিয়ে থেকে এককভাবে জিততে পারল না, তাই ট্রফি ভাগাভাগি করেই শেষ হলো সিরিজ।

চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল পাকিস্তান। তাই লাহোরের মাঠে পঞ্চম টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর জন্য জয় ছাড়া বিকল্প ছিল না স্বাগতিকদের কাছে।

এদিন টসে জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে অধিনায়ক বাবর আজম দেখান নিজের নৈপুণ্য। নির্ধারিত ওভার শেষে পাকিস্তানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান।

জবাবে ব্যাট হাতে নেমে সাবলীল ভঙ্গিতে খেলতে থাকে কিউইরা। তবে পাকিস্তানি বোলারদের তোপের মুখে কিছুক্ষণ পরই হিমশিম খেতে থাকে সফরকারীরা। শাহিন আফ্রিদি একাই তুলে নেন চার উইকেট। শেষে চার বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের সকল ব্যাটার সাজঘরে ফেরত যাওয়ায় খুব কাছে যেয়েও হারের স্বাদ পেতে হয় কিউইদের।

সংক্ষিপ্ত স্কোরঃ

পাকিস্তানঃ ১৭৮/৫ (২০ ওভার); বাবর ৬৯, ফখর ৪৩; ওরুর্ক ১-২৫, সোধি ১-৩০

নিউজিল্যান্ডঃ ১৬৯/১০ (১৯.২ ওভার); সেইফার্ট ৫২, ক্লার্কসন ৩৮*; আফ্রিদি ৪-৩০, উসামা ২-২১

ফলাফলঃ পাকিস্তান ৯ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচঃ শাহিন আফ্রিদি

প্লেয়ার অফ দ্য সিরিজঃ শাহিন আফ্রিদি

সিরিজঃ ২-২ সমতা

;

টিভিতে আজ যেসব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
১ম নারী টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
বিকেল ৪টা, টি স্পোর্টস অ্যাপ

আইপিএল
গুজরাট-বেঙ্গালুরু
বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি
চেন্নাই-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
সিরি আ
ইন্টার মিলান-তোরিনো
বিকেল ৪-৩০ মি., র‍্যাবিটহোল
নাপোলি-রোমা
রাত ১০টা, র‍্যাবিটহোল

ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহ্যাম-আর্সেনাল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বোর্নমাউথ-ব্রাইটন
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
নটিংহ্যাম-ম্যান সিটি
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্ডেসলিগা
মুনশেনগ্লাডবাখ-ইউনিয়ন বার্লিন
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ২

লিগ আঁ
লিওঁ-মোনাকো
রাত ১১টা, র‍্যাবিটহোল

;