মেলবোর্নে প্রথমদিন ভারতের ধৈর্যশীল ব্যাটিং



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৮৯ ওভারে ২ উইকেটে ২১৫ রান। টেস্ট ম্যাচের প্রথমদিনের হিসেবে রানটা খুব একটা বেশি নয়। তবে উইকেট পতনের সংখ্যাটা কম থাকায় মেলবোর্ন টেস্টের প্রথমদিন শেষে এই স্কোরের ভারতকে স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে অতি অবশ্যই এগিয়ে রাখা যায়।

প্রথমদিন শেষে ২০০ বল খেলা পুজারা ৬৮ এবং অধিনায়ক বিরাট কোহলি ৪৭ রান নিয়ে ব্যাট করছিলেন। এই দুজনের তৃতীয় উইকেট জুটিতে ভারত পায় অপরাজিত ৯২ রান। দিনের একেবারে শেষ ভাগে ৪৭ রানে কোহলি আউট হওয়ার একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে কঠিন সেই ক্যাচটা গ্লাভসে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক কাম উইকেটকিপার টিম পাইন।

টসে জিতে ভারত ব্যাটিং বেছে নেয়া সিরিজের তৃতীয় এই টেস্টের প্রথমদিন বেশ স্বস্তি নিয়েই ফিরলো ভারত। ওপেনিং জুটিতে ভারত এই ম্যাচে বদল আনে। মিডলঅর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারিকে এই ম্যাচে ওপেনার হিসেবে খেলানো হয়। টেস্ট অভিষেক হয় আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের। নতুন পজিশনে হনুমা বিহারি প্রথম ইনিংসে সিঙ্গেল ডিটিজে আউট হলেও জীবনের প্রথম টেস্ট ইনিংসেই আগারওয়াল প্রতিভার প্রমাণ দিলেন। ১৬১ বল খেলে ৭৬ রান করেন আগারওয়াল।

আগারওয়াল ও বিহারির ওপেনিং জুটিতে ভারত তোলে ৪০ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ইনফর্ম ব্যাটসম্যান চেতশ্বর পুজারাকে সঙ্গে নিয়ে আগারওয়াল মেলবোর্নের সকাল-দুপুরের পুরোটা সময় ভারতের করে নেন। জুটিতে যোগ হয় ৮৩ রান। অভিষেক টেস্টে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আগারওয়াল প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন। দিনের বাকিটা সময় পুজারা ও বিরাট কোহলি যা করেন তাকে বলে-ব্যাটিং প্রর্দশনী। মেলবোর্নের উইকেট খুব যে ব্যাটিং সহায়ক তাও কিন্তু নয়। যথেস্ট বাউন্স ও গতি পাচ্ছেন পেসাররা। তবে প্রথমদিনের উইকেটে ঠিক যে কায়দায় ধৈর্য নিয়ে ব্যাট করতে হয়-তারই প্রর্দশনী দেখালো পুজারা ও কোহলির ব্যাট। চলতি সিরিজের ভারতের এই দুই সেরা ব্যাটসম্যান সেরা ফর্মে রয়েছেন। কোন তাড়াহুড়ো না করে বলের গতি-প্রকৃতি বিবেচনায় নিয়ে এই দুই ব্যাটসম্যানের ব্যাটিংই প্রথমদিন শেষেই ভারতকে অনেক দুরের রঙিন স্বপ্ন দেখাচ্ছে।

চার টেস্ট সিরিজ এখন ১-১ ড্র। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে জিতেছিলো ভারত। পার্থে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্ট এখন সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই।

সংক্ষিপ্ত স্কোর: (প্রথমদিন শেষে) ভারত ১ম ইনিঃ ২১৫/২ (৯০ ওভারে, বিহারি ৮, আগারওয়াল ৭৬, পুজারা ৬৮*, কোহলি ৪৭*, কামিন্স ২/৪০)।

   

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন লামিচানে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নাম সন্দীপ লামিচানে। অথচ ক্যারিয়ারের সুবর্ণ সময়ে গুরুতর এক অভিযোগে মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার। ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ৮ বছরের কারাদণ্ড হয়েছিল। তবে শেষ পর্যন্ত আপিলের মাধ্যমে সে অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন এই নেপালি ক্রিকেটার।

২০২২ সালে ১৮ বছরের এক তরুণী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। সে অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের কারাবাসের শাস্তি দেন দেশটির আদালত। লামিচানে নিজেকে নির্দোষ দাবি করে আপিল করেছিলেন।

সে আপিলের রায়েই আজ (বুধবার) লামিচানেকে খালাস দেয়া হয়েছে। নেপালের পাতান হাইকোর্টের মুখপাত্র বিমল পারাজুলি এএফপিকে বলেছেন, ‘সন্দীপ লামিচানে খালাস পেয়েছেন।’

ধর্ষণ মামলায় শাস্তি হওয়ার পর তাকে বহিষ্কার করেছিল নেপালের ক্রিকেট বোর্ড। তবে এখন খালাস পাওয়ার পর আবার তার ক্রিকেটে ফেরার পথ সুগম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

;

বিশ্বকাপের আগে চোটে দক্ষিণ আফ্রিকার রাবাদা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল দক্ষিণ আফ্রিকা। আইপিএলে খেলার সময় চোট পেয়েছেন দেশটির তারকা পেসার কাগিসো রাবাদা। চোটের কারণে আইপিএল ছেড়ে এরই মধ্যে দেশে ফিরে গেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ক্রিকেট সাউথ আফ্রিকা এক পোস্ট দিয়ে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী, রাবাদার পায়ে সফট টিস্যু সংক্রমণ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন রাবাদা। এখন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মেডিক্যাল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

আগামী মাসে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে রাবাদাকে দেখা যাবে কিনা সে প্রশ্ন উঠতেই ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়ে দিয়েছে, এই চোটের ফলে তার বিশ্বকাপে অংশগ্রহণ মোটেই হুমকির মুখে পড়বে না।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ৩ জুন নিউইয়র্কে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে প্রোটিয়াদের বিশ্বকাপ অভিযান।

;

তাসকিনকে নিয়ে আশাবাদী শান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়াইয়ের পরও তাকে ডিপিএল ও জিম্বাবুয়ে সিরিজে বিরতিহীনভাবে খেলানো হয়। বিশ্বকাপের আগে টানা খেলার ধকল সইতে না পেরে আবার চোটে পড়েন তাসকিন। এখন তার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও গত মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে তাসকিনকে রাখা হয়েছে। এমনকি চমক দিয়ে তাকে দলের সহ-অধিনায়ক করেছে নির্বাচকরা। কিন্তু এরপরও তাসকিনের বিশ্বকাপে মাঠে নামা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

তবে তাসকিনের বিষয়টি নিয়ে যথাসম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘আমরা এমন আশা করছি না যে তাসকিন থাকবে না। আশা করছি তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল থাকবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় চোট পান তাসকিন। এরপর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে পরীক্ষার রিপোর্ট যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ইতিবাচক আভাস পাওয়ার পরই তাসকিনকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।

;

সাকিবের সিংহাসনে ভাগ বসালেন হাসারাঙ্গা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের একক রাজত্ব শেষ। তার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখলে নিয়েছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। যার ফলে তিন রেটিং পয়েন্ট খোয়াতে হয়েছে তাকে। এই সুযোগে তার সমান ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছেন হাসারাঙ্গাও।

তালিকায় তাদের অবস্থান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর দখলে। তার রেটিং পয়েন্ট ২১৮। সম্প্রতি এই মোহাম্মদ নবীর কাছে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন সাকিব।

জিম্বাবুয়ে সিরিজ খেলে সাকিবের রেটিং কমলেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুই পেসারের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি তাসকিন আহমেদ ৩ ধাপ এগিয়ে উঠেছেন ২৩ নম্বরে। আইপিএলে ছেড়ে জিম্বাবুয়ে সিরিজে খেলে উপকার হয়েছে মোস্তাফিজুর রহমানের। ৫ ধাপ এগিয়ে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার।

জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হন তাসকিন। ৪ ম্যাচে তুলে নেন ৮ উইকেট। ২ ম্যাচে ৩ উইকেট ঝুলিতে পোরেন মুস্তাফিজ।

;