শিরোপা দখলের লড়াইয়ে আগে ব্যাট করবে রোহিতরা
ঘরের মাঠে ২০১১ সালে নিজেদের দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেখান থেকে এক যুগ পর আবারও ঘরের মাঠে শিরোপা জয়ের অনেকটাই কাছে রোহিত-কোহলিরা। ভারতের এই আসরের পারফর্ম বিচারে তাদের শিরোপার অন্যতম দাবিদার বলাই যায়।
অন্যদিকে আইসিসি ইভেন্ট এলেই যেন নিজেদের আসল জাতে ফেরেন অজিরা। যদিও টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটির এবারের আসর শুরু হয়েছিল ধাক্কা দিয়ে। তবে শুরুর দুই ম্যাচ হারের আরও থামেনি প্যাট কামিন্সের দল। টানা আট জয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে দলটি। এবার তাদের নজর ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরার দিকে।
আহমেদাবাদের নরেদ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে টসে জিতেছে অস্ট্রেলিয়া। সেখানে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে দুই দল।
ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জশ ইংলিস (উইকেটকিপার), মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।