৪৭ বছরে প্রথম ডেভিস কাপ জিতল ইতালি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে পরাজিত করে ইতালিকে ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ডেভিস কাপের শিরোপা তুলে নিতে সহায়তা করলেন জ্যানিক সিনার।

দ্বিতীয়বারের মতো ডেভিস কাপের শিরোপা ঘরে তুললো ইতালি। এর আগে ১৯৭৬ সালে এই শিরোপা জিতেছিল তারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অনুভূতির কথা জানান সিনার, ‘এটি আমাদের সকলের জন্যই একটি অবিশ্বাস্য অনুভূতি। আমরা সত্যিই খুব খুশি।‘

বিজ্ঞাপন

চলমান দুর্দান্ত ফর্ম ধরে রেখে ডি মিনাউরকে সরাসরি সেটে (৬-৩, ৬-০) হারান সিনার।

শেষ ২৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছেন ২২ বছর বয়সী এই টেনিস তারকা। এটিপি ফাইনালের রাউন্ড রবিন পর্বে বিশ্বের এক নম্বর নোভাক জোকোভিচকেও পরাজিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

গত শনিবার জোকোভিচের বিপক্ষে তিন ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে সার্বিয়ার বিপক্ষে সমতায় ফেরান সিনার।  তারপর লরেঞ্জো সোনেগোর সঙ্গে ডাবলসে জিতে ইতালির হয়ে ফাইনালে জায়গা করে নেন বিশ্ব র‍্যাংকিংয়ে থাকা চার নম্বর এই টেনিস তারকা।

জয়ের পর তিনি আরও বলেন, ‘আমরা সবকিছু এক করে খেলেছি। গতকাল আমরা আউট হওয়ার থেকে এক পয়েন্ট দূরে ছিলাম এবং এখন নিশ্চিতভাবে আমরা জয় উদযাপন করতে পারি। আমি মনে করি আমরা সবাই খুব, খুব আনন্দিত।‘