স্যামসন-অর্শদীপ নৈপুণ্যে সিরিজ ভারতের



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

বিশ্বকাপের পর অজি সিরিজ জিতে বেশ ছন্দেই ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছিল হার দিয়ে। শেষ পর্যন্ত জয়ে ফিরে টি-টোয়েন্টি এসেছিল সমতায়। তবে ওয়ানডে সিরিজ রাখল নিজেদের দখলে। ব্যাট হাতে একদিনের ফরম্যাটে সঞ্জু স্যামসনের প্রথম সেঞ্চুরির পর বল হাতে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত পেস। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত।  

সিরিজ শুরু হয়েছিল ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে। তবে পরের ম্যাচে ঠিক ৮উইকেটের ব্যবধানে হারে লোকেশ রাহুলের দল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হাসি হাসল ভারতই। প্রোটিয়াদের মাটিতে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল তারা। এর আগে ২০১৮ সালে জিতেছিল ৫-১ ব্যবধানে।

বৃহস্পতিবার বোল্যান্ড পার্কে আগে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। সেখানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৯৬ রান তোলে ভারত।

চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো পেয়েছিল স্বাগতিকরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ডি জর্জি এই ম্যাচের ছিলেন দারুণ ছন্দে। দলীয় ৫৯ রানে ওপেনার রিজা হেনড্রিকস (১৯) ফিরলেও জর্জি এগোতে থাকেন বিধ্বংসী রুপে। ধসটা নামে এই ডানহাতি ব্যাটার আউটের পরই। দলীয় ১৬১ রানের মাথায় তাকে ফেরান অর্শদীপ। এর আগে ৮৭ বলে নিজের খাতায় যোগ করেন ৮১ রান। 

সেখানে দলে দলের বাকি ছয় ব্যাটার যোগ করেন ৫৭ রান। ৪৫ ওভার পাঁচ বলে ২১৮ রানের গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অর্শদীপ। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। দলীয় ৪৯ রানের মাথায় ফেরেন দুই ওপেনার রজত পাতিদার ও সাই সুদর্শন। তবে থিতু হন তিনে নামা স্যামসন। করেন ১১৪ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ক্যারিয়ার সেরা ১০৮ রান। পরবর্তীতে ফিফটি পান তিলক ভার্মা। এতেই ২৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় রাহুলের দল। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বেউরান হেনড্রিকস।

   

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বিস্তারিত আসছে…

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;