২০২৩ সালে ওয়ানডে ক্রিকেটে যত রেকর্ড



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ওয়ানডে ক্রিকেটের আমেজ আগের মতো নেই, তাই এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে এ বছর বেশ আলোচনা হয়েছে। আইসিসিও এই বিষয়ে বৈঠকে বসেছে। তবে এ বছরেই মাঠে গড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে ম্যাচ।

চলতি বছরের ৯ জানুয়ারি করাচিতে বছরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। গতকাল বছরের সর্বশেষ ওয়ানডেতে নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সব মিলিয়ে ২০২৩ সালে মোট ওয়ানডে ম্যাচ হয়েছে ২১৮টি। এক পঞ্জিকাবর্ষে দুইশোর বেশি ম্যাচ হলো ক্রিকেট ইতিহাসে এই প্রথম।

২০২৩ সালে ওয়ানডে ফরম্যাট ক্রিকেটে দেখা গিয়েছে অনন্য সব রেকর্ড। আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ

এ বছর ২২টি দল মিলে মোট ওয়ানডে ম্যাচ খেলেছে ২১৮টি। এর আগের রেকর্ডটি ছিল ২০০৭ সালে, ১৮টি দল মিলে সেবার খেলেছিল ১৯১টি ম্যাচ।

 

বিশ্বকাপের বছরে সবচেয়ে বেশি ম্যাচ

সবচেয়ে বেশি ওয়ানডে হওয়া ১০ বছরের মধ্যে ৭টিই বিশ্বকাপের বছর। বিশ্বকাপ না থাকার পরও বেশি ওয়ানডে ম্যাচের তালিকায় ঢুকেছে ২০০৬, ২০০৯ ও ২০২২ সাল।

 

সবচেয়ে বেশি ম্যাচ

আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলছে ভারত, যার মধ্যে ২৭টিতে জয় পেয়েছে তারা। এছাড়া আইসিসির পূর্ণ্ম সদস্যের বাইরে সবচেয়ে বেশি ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাত।

 

বেশি সংখ্যক শতক

২০২৩ সালে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ৫০ ছাড়ানো ইনিংসও সবচেয়ে বেশি ভারতের এই সাবেক অধিনায়কের, ১৪টি পঞ্চাশোর্ধ ইনিংস আছে তার নামে। কোহলির সতীর্থ ভারতের ওপেনিং ব্যাটার শুবমান গিলও ১৪ বার ৫০ ছাড়িয়েছেন।

 

শীর্ষ ব্যাটার

চলতি বছরে ভারতের শুবমান গিল রানের হিসেবে সবার ওপরে আছেন। ২৯ ইনিংসে তার মোট রান ১৫৮৪, গড় ৬৩.৩৬। শতক রয়েছে ৫টি এবং অর্ধশতক ৯টি।

 

শীর্ষ বোলার

এই তালিকায়ও সবার ওপরে আছেন আরেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ২৯ ইনিংসে ৪.৬১ ইকোনোমির সঙ্গে তিনি শিকার করেছেন ৪৯টি উইকেট। এক ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছেন একবার।

 

স্ট্যাম্পিং
সবচেয়ে বেশি ৫টি করে স্টাম্পিং করেছেন তিনজন। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ও সংযুক্ত আরব আমিরাতের ভৃত্য অরবিন্দ।

 

অস্ট্রেলিয়ার হেক্সা

এবার ভারতকে তাদেরই মাটিতে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে নিল অস্ট্রেলিয়া। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বকাপ শিরোপার মালিক অজিরাই।

 

   

গুজরাটের টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে, প্লে-অফে হায়দরাবাদ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই বৃষ্টিতেই কপাল পুড়েছিল গুজরাট টাইটান্সের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে শেষ চারের স্বপ্নটাও শেষ হয় তাদের। আইপিএলে এবারই প্রথম প্লে-অফের আগে বিদায় নিল গুজরাট। নিজেদের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে গুজরাট, এর মধ্যে ২০২২ আসরে হয়েছিল চ্যাম্পিয়ন। 

কলকাতার বিপক্ষে ম্যাচটির পর এবার সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের ম্যাচটিও ভেস্তে গেল বৃষ্টিতে। গুজরাটের জন্য অবশ্য এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টির সুবাদের কপাল খুলেছে হায়দরাবাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগিতে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে কামিন্স-হেডরা। 

আসরের শুরু থেকেই ব্যাটিং বিধ্বংসী দলের তকমা পাওয়া হায়দরাবাদ ছিল দারুণ ছন্দে। শুরুর সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। তবে পরের চার ম্যাচের তিনটিতে হেরে শেষ চারের রাস্তা কঠিন বানিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দলটি। পরে নিজেদের ১২তম ম্যাচে লক্ষ্ণৌয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এবং গতকালের ১ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যায় হায়দরাবাদ। 

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বৃষ্টির তীব্রতায় গতকালের ম্যাচটিতে গড়ায়নি টসও। পরে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। 

আইপিএলের ১৭তম এই আসরে এর আগেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই। নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌয়ের সম্ভাবনা একবারেই কম। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। 

;

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;