কর্পোরেট ক্রিকেটের ফাইনালে মুখোমুখি ক্যাডেট-ব্র্যাক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় এক যুগেরও কিছু বেশি সময় আগে। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতি বছরই টুর্নামেন্ট গড়িয়েছে মাঠে। তার ধারাবাহিকতায় এবারও বসেছে কর্পোরেট অ্যামেচার ক্রিকেটের আসর। তাও আবার এক ফরম্যাটে নয়, দুটি ফরম্যাটে। 

৪০ ওভারের ফরম্যাটে ইতিহাসটা ১৩ বছরের হলেও টি-টোয়েন্টির আসর খানিকটা নতুন সংযোজন, জানালেন তিনি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরোজ আহমেদ বলেন, ‘আমাদের ৪০ ওভারের টুর্নামেন্টটা অনেক আগে শুরু হয়েছিল, কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরুর পরের বছর থেকে। চলতি আসরটা এই ফরম্যাটের ১৩তম আসর। টি-টোয়েন্টিটা এ নিয়ে আমরা সপ্তমবারের মতো আয়োজন করছি। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই ফরম্যাটের লড়াই।’

টুর্নামেন্টের ক্ষুদ্রতর ফরম্যাটের পর্দা নেমে গেছে ইতোমধ্যেই। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে ৫টি দল। তাদের মধ্য থেকে ফাইনাল নিশ্চিত করে ক্যাডেট একাদশ আর দারাজ। শিরোপার লড়াইয়ের ফাইনাল ম্যাচে দারাজ হাসে শেষ হাসি। প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে এসেই জিতে নেয় শিরোপা। 

টুর্নামেন্টের দীর্ঘতম ফরম্যাট ৪০ ওভারের। যাকে আয়োজকরা নাম দিয়েছেন টি-৪০ ফরম্যাট। ৭টি দল অংশ নিয়েছিল এই ফরম্যাটে। এই আসরের পর্দা নামবে আগামী ৩০ ডিসেম্বর।  এই আসরেরও ফাইনালে খেলছে ক্যাডেট একাদশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্র্যাক ব্যাংক। 

এই আসরের সেমিফাইনালে ক্যাডেট খেলেছিল টি-টোয়েন্টিতে ফাইনাল হেরেছিল যাদের কাছে, সেই দারাজের বিপক্ষে। সেই সেমিফাইনালে জিতে টি-টোয়েন্টি ফরম্যাটের বদলাটাও নিয়ে নেয় ক্যাডেট একাদশ। অন্য সেমিফাইনালে ব্র্যাক ব্যাংক হারায় অল স্টার একাদশকে।

দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বছর শেষের এক দিন আগে। সেমিফাইনাল দুটি প্রতিষ্ঠানের ফেসবুক ও ইউটিউবে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ফাইনালেও থাকছে সে ব্যবস্থা। 

টুর্নামেন্টটি মান বাড়াতে আয়োজকরা কমতি রাখেননি একটুও। ধারাভাষ্য প্যানেলের নামগুলো দেখুন। শামীম আশরাফ চৌধুরী, সমন্বয় ঘোষ থেকে শুরু করে সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি, উপস্থাপক ও সাংবাদিক মানজুর মোর্শেদ, এবং ধারাভাষ্যকার আহমেদ বিন পারভেজ আছেন এই প্যানেলে। 

আম্পায়ারিংয়েও আছে বড় নামের উপস্থিতি। জনপ্রিয় আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে জাতীয় পর্যায়ের আরও আম্পায়ারদের দিয়ে সাজানো হয়েছে এই টুর্নামেন্টের আম্পায়ারিং প্যানেল। 

টুর্নামেন্টটি সম্পর্কে সিএসিএর চেয়ারম্যান ইমরোজ আহমেদ বলেন, ‘২০১০ সালে হয় প্রথম টুর্নামেন্ট। এরপর থেকে টানা ১৩ বছর আসরটি আয়োজন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতি বছরই আমাদের এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। আমরা প্রতিটি টুর্নামেন্টই বেশ সফলভাবে শেষ করতে পেরেছি।’ 

সম্প্রচারকে আয়োজকরা বেশ গুরুত্ব দিয়ে দেখছেন। ইমরোজ জানালেন, ‘সাতটি ক্যামেরা আমরা ব্যবহার করছি এই টুর্নামেন্টের সম্প্রচারের জন্য। ধারাভাষ্যকার, আম্পায়ার থেকে শুরু করে সব কিছুতে গুরুত্ব দিয়ে চেষ্টা করেছি। কোনো কমতি রাখিনি টুর্নামেন্টটাকে ভালোভাবে আয়োজনের চেষ্টাতে।’

এবার অপেক্ষা ফাইনালের। বিকেএসপির এক নম্বর মাঠে আগামী শনিবার মুখোমুখি হবে দুই দল। এখানে বেশ দর্শক সমাগম হবে বলে আশা করছেন ইমরোজ। তার কথা, ‘দুই সেমিফাইনালে বেশ দর্শক হয়েছে আমাদের, আগ্রহ ছিল ম্যাচটা নিয়ে। এবার ফাইনালেও আমরা আশা করছি আগ্রহ থাকবে বেশ, দর্শক সমাগমও হবে অনেক।’

   

ম্যাচ জিতেও বিদায় লক্ষ্ণৌয়ের 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আরও আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কার্যত আসরের সবার আগে। এতে বাকি ম্যাচগুলো তাদের জন্য ছিল নিয়মরক্ষার। তবে আসরের শেষ ম্যাচটাতেও জয় নিয়ে ফিরতে পারলো না হার্দিক পান্ডিয়ার দলটি। এদিকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ চারে স্বপ্ন জিইয়ে রাখতে করতে হতো স্বপ্নের মতোন কিছুই। জিততে হতো ২০০ বা তারও বেশি রানের ব্যবধানে। তাতেই কেবল তাদের নেট রান রেট আসতো চারে থাকা চেন্নাই সুপার কিংসের আশেপাশে। লক্ষ্ণৌ শেষ পর্যন্ত ম্যাচে জিতেছে ঠিকই, তবে কেবল ১৮ রানের ব্যবধানে। এতে আসরের পঞ্চম দল হিসেবে বিদায়ের ঘণ্টা বেজেছে তাদেরও। 

ইতিমধ্যেই প্লে-অফের টিকিট কেটেছে তিন দল, কলকাতা, রাজস্থান ও হায়দরাবাদ। শেষ জায়গার লড়াইটা এখন কেবল চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। অর্থাৎ, আজকের (শনিবার) রাতের ম্যাচটি দিয়েই শেষ চার দল পেয়ে যাবে আইপিএলের এই ১৭তম আসরটি। 

গতকালের একমাত্র ম্যাচটিতে নিজেদের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লোকেশ রাহুলের দল।  

বোলিংটা ঠিক আশানুরূপ না হলেও লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো পায় মুম্বাই। ৫১ বল রোহিত-ব্রেভিসের ওপেনিং জুটিতেই আসে ৮৮ রান। তবে ৪ বলের ব্যবধানে ব্রেভিসের পর তাদের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের উইকেটও হারায় তারা। পরের দলীয় ১২০ রানে পৌঁছাতেই দলের অর্ধেক ব্যাটার ফেরেন সাজঘরে। হারের ব্যবধানটা হয়তো আরও বেশি হতো। তবে শেষ দিকে এসে নামান ধীরের অপরাজিত ৬২ রানে চড়ে দুইশ ছুঁইছুঁই সংগ্রহে (১৯৬) পৌঁছায় স্বাগতিকরা। রোহিতের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬৩ রান।  

এর আগে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌয়ে শুরুটা ছিল ম্যাড়মেড়ে। ইনিংস অর্ধেকে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬৯ রান। এবং শেষের ১০ ওভারে আসে ১৪৫ রান! যেই তাণ্ডবের মূল কারিগর নিকোলাস। এই ক্যারিবীয় হার্ড-হিটার ব্যাটারের ব্যাট থেকে স্রেফ ২৯ বলে ৫ চার ও ৮ ছক্কায় আসে ৭৫ রান। এদিকে অধিনায়ক লোকেশ রাহুল করেন ৫৫ রান। মূলত এই দুই ইনিংসে চড়েই ২১৪ রানের ভালো সংগ্রহে পৌঁছায় লক্ষ্ণৌ। 

নিজেদের শুরুর দুই মৌসুমেই (২০২২ ও ২০২৩) প্লে-অফে পৌঁছেছিল লক্ষ্ণৌ। তাই এবারই প্রথম শেষ চারের জায়গায় নিজেদের নিয়ে যেতে ব্যর্থ হলো ফ্রাঞ্চাইজিটি। 

;

চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ (শনিবার) চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচে। এদিকে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচ ডে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

আইপিএল

বেঙ্গালুরু–চেন্নাই

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–পুলিশ এফসি

বিকেল ৫টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

বুন্দেসলিগা

লেভারকুসেন–অগ্‌সবুর্গ

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

হফেনহাইম–বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ

আল আহলি–আবহা

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

;

গম্ভীরকে রোহিতদের কোচ হিসেবে চায় বিসিসিআই



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবর, গম্ভীর ভারতের কোচ হতে চান কিনা তা জানতে এরই মধ্যে তার সঙ্গে আলোচনাও করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের কোচ হিসেবে দায়িত্বকাল শেষ হবে রাহুল দ্রাবিড়ের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। তবে সেটা কিছুটা বাড়িয়ে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে সম্মত হয় বিসিসিআই ও দ্রাবিড়।

তবে এবার আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই কথা বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই তাই প্রধান কোচের পদ পূরণ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। নতুন কোচকে সাড়ে তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেবে বিসিসিআই।

গৌতম গম্ভীর এখন পর্যন্ত পেশাদার কোচিং শুরু করেননি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মৌসুম আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সে একই পদে কাজ করছেন। কোচ হিসেবে অনভিজ্ঞ হলেও অধিনায়ক এবং মেন্টর হিসেবে তাকে সফল বলা যায়।

অধিনায়ক হিসেবে কলকাতাকে দুইবার আইপিএল জিতিয়েছেন, মেন্টর হিসেবে লক্ষ্ণৌকে দুইবার প্লে-অফ পর্বে তুলেছেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কলকাতাকে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট এনে দিয়েছেন।

গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাব নিয়ে এখনই কিছু ভাবছেন না। আইপিএল শেষের পর এই বিষয়ে তার সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর।

;

প্রথমবার ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রাজিল। এটাই হবে লাতিন আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ।

২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিয়ে প্রতিযোগিতা ছিল ব্রাজিল এবং জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের যৌথ বিডের মধ্যে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে পড়ে ১১৯ ভোট। জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড ভোট পায় ৭৮টি।

২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে আরও বেশ কয়েকটি দেশ শুরুতে আগ্রহ দেখিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো তাদের যৌথ বিড প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতায় টিকে থাকে কেবল ব্রাজিল ও জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড।

এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিয়েছে ফিফার সব সদস্য দেশ। এর আগে ফিফার নীতিনির্ধারণী পর্ষদ ফিফা কাউন্সিল নারী বিশ্বকাপের আয়োজক নির্বাচন করত।

নারী বিশ্বকাপ এটাই প্রথম হলেও পুরুষদের বিশ্বকাপ দুইবার আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ১৯৫০ এবং ২০১৪ সালে পুরুষদের বৈশ্বিক আসর সফলভাবে আয়োজন করে তারা।

;