রেটিং দাবার শীর্ষে ১৪ জন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতায় তিন রাউন্ড শেষে ১৪ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

তারা হলেন- ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অনত চৌধুরী, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান, ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক ও নীলাভা চৌধুরী।

বিজ্ঞাপন

তৃতীয় রাউন্ডের খেলায় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস মো. শফিকুল ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. মুতাকাব্বিরকে, অনত চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার অনত চৌধুরীকে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ এম.এম. জহিরুল ইসলামকে, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন মোর্তুজা মাহাথির ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফয়জুল আনামকে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদকে হারান।

এছাড়াও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মোহাম্মদ সেলিমকে, স্বর্নাভো চৌধুরী সোহাগ হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার মো. শওকত বিন ওসমান শাওন মো. জিলানী হোসেন মোল্লাকে, ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান মো. আনোয়ার হোসেন দুলালকে, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, নীলাভ চৌধুরী আরাবি জাবায়ের মাহমুদকে ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার শামসুল কবীর চৌধুরীকে হারিয়ে দেন।

বিজ্ঞাপন

ফিদে মাস্টার মো. সায়েফ উদ্দীন লাভলু ফিদে মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।

৭ দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট নগদ এক লক্ষ ৭৬ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে।