আর্সেনালকে বিদায় করে পরের রাউন্ডে লিভারপুল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এফএ কাপ একরকম রাজত্বই করে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তাদের ঝুলিতে আছে টুর্নামেন্টটির রেকর্ড ১৪টি শিরোপা। তবে চলতি আসরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিল গানাররা। সেই পুরনো জুজু, লিভারপুল। তাদের সঙ্গে শেষ দুই দেখায় ড্র করেছিল আর্সেনাল। এবার দেখতে হলো হারের মুখ।

শুরুতে আক্রমণের বন্যা বইয়ে শেষ ১০ মিনিটে মরুর উল্টো পিঠ দেখে মিকেল আর্তেতার শিষ্যরা। এতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে অল রেডদের কাছে ২-০ গোলে হেরেছে আর্সেনাল। সবশেষ ২০১৯-২০ মৌসুমে এফএ কাপের শিরোপা জিতেছিল দলটি। তবে এরপর থেকেই পেরোতে পারেনি চতুর্থ রাউন্ডের গণ্ডি, এবার বিদায় নিল আরও এক পর্ব আগেই।

বিজ্ঞাপন

এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। পুরো ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় শেষ দিকে কিছু একটা গণ্ডগোলই পাকিয়েছিল আর্সেনাল। পুরো ম্যাচে শট ১৮টি, যার মধ্যে লক্ষ্যে পাঁচটি, তবে গোলের সংখ্যা শূন্য। গণ্ডগোলটা বাদে মূলত ম্যাচের ৮০তম মিনিটে। গোল করেন আর্সেনাল ডিফেন্ডার ইয়াকুব কিভিওর, তবে নিজেদের জালেই। সেখানে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল।

এতে ছন্দ হারিয়ে যোগ করা সময়ে আরও একটি গোল খায় আর্সেনাল। লিভারপুলের হয়ে গোলটি করেন লুইস দিয়াস। এই জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছাল তারা, তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি।

বিজ্ঞাপন