ব্যান্ড পার্টি নিয়ে হকির দলবদলে মেরিনার্স
প্রিমিয়ার হকি লিগের দলবদল কার্যক্রমে রীতিমতো আয়োজন করেই অংশ নিল চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস। যদিও দলবদল পেছাতে বাংলাদেশ হকি ফেডারেশনকে চিঠিও দেয় রাজধানীর আরামবাগের দলটি। কিন্তু হকি ফেডারেশন তাতে সাড়া দেয়নি। এ কারণেই চলতে থাকে ৩১ ডিসেম্বর শুরু হওয়া দলবদল। শুক্রবার ছুটির দিনে হকি ফেডারেশনে এসে দলবদলের আনুষ্ঠানিকতা সারে মেরিনার্স।
ক্লাবটির সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান পুরো দল বদল কার্যক্রম নিয়ে বলেন, ‘দেখুন আমরা আসলেই খুব সংকটের মধ্যে ছিলাম। বুধবার পরিস্থিতি সামাল দিতে জরুরি সভা করেছি। ক্লাবের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ও বন্ধুবান্ধবদের কাছ থেকে পাওয়া আর্থিক নিশ্চয়তার ভিত্তিতে দল গঠন করা হয়েছে। এমনিতে সংকট থাকলেও দলবদলে খেলোয়াড়দের পারিশ্রমিকের ৮০-৯০ ভাগ দিয়ে দেওয়া হয়েছে।’
স্পন্সরের আশ্বাস পাওয়ায় মেরিনার্স দলবদল সারল রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে। ক্লাবটির খেলোয়াড়-কর্মকর্তা ও সমর্থককরা মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রাণ ফিরিয়ে আনলেন ছুটির দিনের বিকেলে।
এবার মেরিনার্সে জাতীয় দলের চার খেলোয়াড় রয়েছেন। তাদের মধ্যে আছেন গত লিগের সর্বোচ্চ গোলদাতা সোহানুর রহমান। জাতীয় দলের মিলন হোসেন, আবু সাঈদ, সাইজুদ্দিনও মেরিনার্সে রয়েছেন। খোরশেদুর রহমান ও ফজলে রাব্বিও আছেন আরামবাগের এই দলে। মেরিনার্সের কোচ মামুন উর রশিদ এবারও থাকছেন দায়িত্বে। মেরিনার্সের অধিনায়ক মামুনুর রহমান চয়ন দল ছাড়েননি। তবে চোটের কারণে এ মৌসুমে খেলবেন না, মেরিনার্সের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
সব ঠিক থাকলে মওলানা ভাসানী স্টেডিয়ামে শনিবার থেকে অনুশীলন শুরু করবে মেরিনার্স। এছাড়া আরামবাগ আবাসিক এলাকায় ক্লাব ভবনে চলবে ক্যাম্প।