বিশ্বকাপে খেলা ব্রাজিল ফুটবলারের সাড়ে চার বছর জেল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার এক নাইট ক্লাবে একজন নারীর ওপর যৌন নিপীড়নের দায়ে গড় বছরের জানুয়ারিতে গ্রেফতার হন ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেস। তার প্রায় ১৩ মাস পর অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে সাবেক এই বার্সা ডিফেন্ডারকে সাড়ে চার বছর জেলের সাজা শোনাল কাতালুনিয়ার শীর্ষ আদালত।

বিজ্ঞাপন

পাশাপাশি জরিমানা হিসেবে দেড় লাখ ইউরো গুনতে হবে আলভেসকে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা সমমূল্যের এই অর্থ পাবেন ভুক্তভোগী সেই নারী।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সম্মতি ছাড়াই এক মহিলার স্পর্শকাতর স্থানে স্পর্শ করার সন্দেহে বার্সার সাবেক এই ৪০ বছর বয়সী ডিফেন্ডারকে গ্রেফতার করে পুলিশ। পরে তথ্য সংগ্রহের ভিত্তিতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর নতুন বছর উদযাপন অনুষ্ঠানে জোরপূর্বক সেই নারীর সঙ্গে আলভেসের যৌন সম্পর্কের আলামত পায় । 

বিজ্ঞাপন

যদিও চলতি মাসের শুরুতে এই বিচারকাজের অংশে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আলভেস। তবে শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত এবং দোষী সাব্যস্ত হয়ে এমন সাজার ঘোষণা আসে আলভেসের পক্ষে। 

প্রায় ১৩ মাস আগে আটকের পরই আলভেসের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে আদালত।