বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফাঁসছেন হাথুরু!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপিএলের মান নিয়ে নানা মহলে প্রশ্ন আছে। এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই ‘নিয়ম করে’ এর মান নিয়ে প্রশ্ন ওঠে, বিশেষ করে দর্শক এবং বিশ্লেষকরা চাঁছাছোলা মন্তব্য করেন। তবে জাতীয় দলের কোনো ক্রিকেটার, অধিনায়ক বা কোচরা বিপিএলের মান নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেন না। তবে এবার সে কাজটিই করে বসেছেন জাতীয় দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। বিপিএলের মান নিয়ে কোচ প্রশ্ন তোলার পর তাকে শোকজ করার বিষয়টি ভাবনায় আছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে আলাপের সময় হাথুরু বলেন, বিপিএলের খেলা দেখে টিভি বন্ধ করে দেন তিনি। এছাড়া টুর্নামেন্টে খেলা বেশকিছু খেলোয়াড়কে তার এমন প্রতিযোগিতায় খেলার যোগ্য বলেই মনে হয়নি বলেও মন্তব্য করেন এই কোচ।

বিজ্ঞাপন

আজ (সোমবার) ঢাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপে হাথুরু মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বলেন, ‘আমি প্রথম কথাটা যেটা আপনাদের বলা দরকার, আমি এটা এখন পর্যন্ত দেখিনি। অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন।’

তবে যদি হাথুরু আসলেই বিপিএলের মান নিয়ে প্রশ্ন তুলে থাকেন, তাহলে বিসিবি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা সে ব্যাপারটি খোলাসা করেছেন পাপন, ‘আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’