দুই অধিনায়ককে ছাড়াই বিপিএলের ফাইনালের ফটোসেশন
সবচেয়ে বড় ঘরোয়া লিগের ফাইনাল, তাও আবার যেখানে খেলবে বরিশাল ও কুমিল্লার মতো দুটি ফ্র্যাঞ্চাইজি। বিসিবির পরিকল্পনা ছিল বেশ জাঁকজমকের সঙ্গে এই ফাইনালের আগে দুই দলের অধিনায়কদের নিয়ে শিরোপা সহ ফটোসেশন করার। কিন্তু ভেস্তে গিয়েছে তাদের সেই পরিকল্পনা।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে হওয়ার কথা ছিল এই ফটোসেশন। সকাল দশটার মধ্যেই গণমাধ্যমকর্মীরা তাই পৌঁছে গিয়ে অপেক্ষা করছিলেন অধিনায়কদের জন্য। কিন্তু ফাইনালিস্ট দলের দুই অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবালের কাউকেই দেখা গেল না সেখানে।
সবার প্রত্যাশা ছিল তামিম ও লিটন বিপিএলের ট্রফিটি উন্মোচন করবেন, কিন্তু তাদের পরিবর্তে এলেন অন্য দুইজন ক্রিকেটার। বরিশালের পক্ষ থেকে আসেন মেহেদি হাসান মিরাজ এবং কুমিল্লার হয়ে প্রতিনিধিত্ব করেন জাকের আলী অনিক।
আজ (বৃহস্পতিবার) সকালে অধিনায়কদের ছাড়াই হয়ে গেল বিপিএলের ট্রফি উন্মোচন। ফাইনাল ম্যাচ নিয়েও বিসিবির পক্ষ থেকে এবার নেই বাড়তি কোনো আয়োজন। লেজার শো এর মাধ্যমে পর্দা নেমে যাবে এবারের বিপিএল আসরের।