কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াাবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ খেলা হয়।

বিজ্ঞাপন

পরে বিজয়ী ও রানারআর্প খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫টি সহ সর্বমোট ১৪৩টি টিম অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, বিসিসি প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, সমাজ সেবক ও আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন প্রমুখ।