ক্লপ পরবর্তী-যুগে লিভারপুলে থাকা না থাকা নিয়ে যা বললেন সালাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্কাই স্পোর্টসের এক সাক্ষাৎকারে মিসরীয় তারকা উইঙ্গার মোহাম্মদ সালাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, চলতি মৌসুম শেষে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপের অবসরে যাওয়াটা সালাহ কিংবা ক্লাবের সার্বিক পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে কিনা। সালাহ পরিষ্কারভাবেই উত্তর দিয়েছেন যে না, ক্লপের চলে যাওয়া তাদের ওপর প্রভাব ফেলবে না।

২০১৭ সালে লিভারপুলে যোগদানের পর থেকেই ক্লপকেই কোচ হিসেবে পেয়েছেন সালাহ। তাই অনেকে ভেবেছিল ক্লপের অধীনে সালাহ যেমনটা পারফরম্যান্স দেখিয়েছেন, ক্লপ চলে যাওয়ার পর তার ফর্ম আগের মতোই থাকবে কি না। নাকি তিনিও কোচের সঙ্গে বিদায়ের ঘোষণা দিবেন। এবার নিজেই এই বিষয়ে জানিয়ে দিলেন মিশরের এই তারকা ফুটবলার।

বিজ্ঞাপন

সালাহ বলেছেন, ‘এটা জীবনেরই অংশ যে সবকিছুই চলে যায়। অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইতিমধ্যেই চলে গেছে। ম্যানেজারও ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তিনিও চলে যাচ্ছেন। একদিন আমিও ক্লাব ছাড়ব, কিন্তু ক্লপের ছেড়ে যাওয়া আমার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে না।‘

লিভারপুলের খেলোয়াড়দের আপাতত প্রধান উদ্দেশ্য যে তাদের প্রিয় কোচ চলে যাওয়ার আগে যতগুলো সম্ভব ক্লপের হাতে শিরোপা তুলে দেওয়া। ইতোমধ্যেই কারাবাও কাপের ট্রফিটি উঁচিয়ে ধরেছে দল। সামনে হাতছানি দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। এছাড়াও আছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ।

বিজ্ঞাপন

আজ (রবিবার) প্রিমিয়ার লিগের ম্যাচে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে অল রেডরা। যেখানে জয় তুলে নিতে পারলে লিগ শিরোপার দৌড়ে এগিয়ে যাবে লিভারপুল। এটিকে অঘোষিত ফাইনাল হিসেবেও মনে করছে সমর্থকরা। এ প্রসঙ্গে সালাহ বলেন, ‘এটি একটি সিদ্ধান্তমূলক ম্যাচ। আমি মনে করি আমরা যদি ম্যাচটি জিততে পারি তবে আমাদের শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে। তবে আমাদের ফোকাস করতে হবে কারণ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জিততে পারলে সিটি এবং আর্সেনালের সঙ্গে তিন বা চার পয়েন্টের পার্থক্য হবে।‘

মিসরীয় এই তারকা ফরোয়ার্ড পেপ গার্দিওলার সিটির বিপক্ষে ১৯ ম্যাচে মোট ১১টি গোল করেছেন। সিটির প্রশংসায় তিনি বলেন, ‘তারা একটি অবিশ্বাস্য দল এবং গার্দিওলা অবিশ্বাস্য কোচ। তারা কয়েক বছর ধরে লিগে আধিপত্য বিস্তার করেছে এবং আমরা সবসময় তাদের সাথে লড়াই করেছি। এবার আমাদের ভাল সুযোগ আছে, আমাদের ঘরের মাঠে খেলা তাই জেতার চেষ্টা করতে হবে।‘