চোটে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন সাকিব 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল (সোমবার)। এর আগেই আজ সকালে দুঃসংবাদ শ্রীলঙ্কান দলে। হ্যামস্ট্রিং চোটের কারণে শেষ ওয়ানডেসহ বাংলাদেশ সফরের বাকি সময় থেকে ছিটকে যান দলটির অন্যতম পেসার দিলশান মাদুশঙ্কা। একই দিনে ঠিক একই কারণ নিয়ে দুঃসংবাদ বাংলাদেশ দলেও। সেই হ্যামস্ট্রিং চোটের ছোবল স্বাগতিকদের দিকেও। এতে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না পেসার তানজিম হাসান সাকিবের। 

মূলত তানজিমের এই চোট সিরিজের প্রথম ওয়ানডেতেই। সেখানে নিজের নবম ওভারের চতুর্থ বলে চোট পান তিনি। এরপর সেই  ম্যাচে আর বল করেননি। টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও তিন ম্যাচের একাদশে জায়গা মিলেছিল না সাকিবের। তবে প্রথম ওয়ানডেতে ফিরেই ৩ উইকেট নেন এই ডানহাতি পেসার। 

বিজ্ঞাপন

প্রথম ওয়ানডেতে চোট পেলেও দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন সাকিব। সেখানে নিজের কোটার পুরো ১০ ওভার করে নিয়েছেন ১ উইকেট। এদিকে সাকিবের ইনজুরিতে একাদশে ফের জায়গা মিলতে পারে দলে থাকা আরেক পেসার মুস্তাফিজুর রহমানের। 

সিরিজের এই দুই ওয়ানডেতে না খেললেও পুরো টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই স্বাগতিকদের একাদশে ছিলেন মুস্তাফিজ।  

বিজ্ঞাপন