১৩ সেকেন্ডেই গোল দিল ফ্রান্স, ম্যাচ জিতল ইতালি 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর কয়েকটা পাসেই তো পেরিয়ে যায় ১৩ সেকেন্ড সময়। তবে ব্র্যাডলি বারকোলা এই সময়ের মধ্যেই করে বসলেন গোল। সেটিও আবার ইতালির বিপক্ষে। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডে গোল এখন পর্যন্ত ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের দ্রুততম। তবে বারকোলার অনন্য এই কীর্তির দিনে শেষ হাসি হাসল আজ্জুরিরাই। শুরু সেই গোল ছাপিয়ে ম্যাচটা ৩-১ ব্যবধান জিতে নেয় ইতালি। 

বিজ্ঞাপন

নেশনস লিগে গ্রুপ বি-এর ম্যাচে গত রাতে শুরুতেই বড় ধাক্কা খেয়ে শেষমেশ ম্যাচটা দাপটের সঙ্গেই জিতে নেয় ইতালি। 

পার্ক দে প্রিন্সে বারকোলার এই গোল একইসঙ্গে কীর্তি ও হতাশার কথা মনে করিয়ে দেয় ফ্রান্সকে। এর আগে দলটির হয়ে দ্রুততম গোলের রেকর্ড ছিল বের্নার্দ লাকোম্বের। ম্যাচ শুরুর ৩৮ সেকেন্ডেই গোল করেছিলেন তিনি। তবে ১৯৭৮ বিশ্বকাপের সেই ম্যাচটিও হেরেছিল ফরাসিরা, এই ইতালির বিপক্ষেই ২-১ ব্যবধানে। 

বিজ্ঞাপন

ম্যাচের ৩০ মিনিটে ফেদেরিকো দিমারকোর গোলে সমতায় ফেরে লুসিয়ানো স্পালেত্তির দলটি। প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ ব্যবধানেই। 

পরে দ্বিতীয়ার্ধেই শুরুতেই দাভিদে ফ্রাত্তেসির গোলে এবার এগিয়ে যায় ইতালি। এবং ৭৪তম মিনিটে গোল করে ফরাসিরে হারে শেষ পেরেক মারেন জিয়াকোমো রাসপাদোরি।