নিজ মাটিতে এবার জয়ের হাসি সিলেটের



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে
৪৩ বলে লিটনের ব্যাটে ৭০ রানের ঝড়ো ইনিংস

৪৩ বলে লিটনের ব্যাটে ৭০ রানের ঝড়ো ইনিংস

  • Font increase
  • Font Decrease

ধ্বংসস্তুুপ থেকে উঠে দাড়িয়ে যে জিতে; সেই বড় বিজয়। সেই আসল বিজয়ী।

রংপুর রাইডার্সকে ২৭ রানে হারানোর পর সিলেট সিক্সার্স এখন এই সুরেই জয়গান গাইছে। নিজ মাঠে আগের ম্যাচেই ৬৮ রানে গুটিয়ে গিয়েছিলো সিলেট সিক্সার্স। ২৪ ঘন্টার মধ্যেই সেই মাঠেই ভিন্ন চেহারায় ফিরলো সিলেট। ব্যাটিংয়ে ১৮৭ রানের বীরত্ব দেখালো। টুর্নামেন্টের অন্যতম শক্তিমান রংপুর রাইডার্সসে হারালো দাপুটে ভঙ্গিতে।

মেজাজ-মর্জিতে আক্রমনাত্মক ক্রিকেটের ঝাঁঝ নিয়ে এই ম্যাচে মাঠে নামে সিলেট। ওপেনিং জুটিতে বদল আনে। দুই স্থানীয় লিটন দাস ও সাব্বির রহমান ব্যাটিং ওপেন করতে নামেন। এই বিনিয়োগ দারুন কাজে দেয়। দুই মারকুটো ব্যাটসম্যানের ওপেনিং জুটিতে ৮.৩ ওভারে যোগ হয় ৭৩ রান। ২০ বলে ২০ রান করে সাব্বির রহমান ফিরে আসলেও লিটন দাসের ব্যাটে যেন ঝড় উঠে। ১ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৪৩ বলে ৭০ রান করে লিটন দাস রান আউট হয়ে যখন ফিরলেন ততক্ষনে সিলেট বড় রানের চূড়ায় উঠার পথ পেয়ে গেছে। জায়গা বদলে ওয়ানডাউনে নামা অধিনায়ক ডেভিড ওয়ার্নারও এই ম্যাচে আরেকবার জানিয়ে দিলেন তাকে নিয়ে কোন ভুল করেনি সিলেট সিক্সার্স। ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে মাত্র ৩৬ বলে অপরাজিত ৬১ রান করেন ওয়ার্নার। ইনিংসের ১৯ নম্বর ওভারের শেষ তিন বলে হঠাৎ করেই ডানহাতি ব্যাটসম্যান হয়ে গেলেন তিনি! ক্রিস গেইলের করা সেই ওভারের সেই তিন বলে তার রান যথাক্রমে ৬, ৪ ও ৪!

শুরু থেকে ইনিংসের শেষ পর্যন্ত সিলেট সিক্সার্স যে ব্যাটিং করলো তাকে টি-টুয়েন্টির ভাষায় বলে ঝড়! সেই ঝড় যখন থামলে দেখা গেলো সিলেটের স্কোরবোর্ডে জমা বেশ সমৃদ্ধ; ১৮৭ রান!

এমনিতেই সঞ্চয় বিশাল। তারপরও ১১ রানে রংপুরের শুরুর ৩ উইকেট পতনের পর এই ম্যাচে সিলেটের জয়ের ব্যাপারটা হয়ে দাড়ায় নিছক আনুষ্ঠানিকতা। গেইল বিদায় নিলেন মাত্র ৭ রানে। কিন্তু ফর্মে থাকা রংপুরের দুই ব্যাটসম্যান রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুন দলের হাল ধরে রাখেন। এই দুজনের ব্যাটিংয়ে অক্সিজেন হারানো ম্যাচে শ্বাস নেয়ার সুযোগ পায় রংপুর। তবে তাসকিন আহমেদ এক ওভারের ব্যবধানে রুশো ও মিঠুনকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ফের পুরোপুরি ঘুরিয়ে দিলেন সিলেট সিক্সার্সের দিকে।

শেষ ৬ বলে ৩৬ রানের এত বড় প্রয়োজন আর মেটাতে পারেনি রংপুর। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই ম্যাচে মোটেও ভালো কিছু পেলেন না। ৩ ওভারে কোন সাফল্য ছাড়া রান খরচা করলেন। বিপিএলের ইতিহাসে এটি তার সবচেয়ে খরুচে বোলিং। ব্যাট হাতেও তার ২৬ বলে হার না মানা ৩৩ রানের ইনিংস রংপুরের হারের সময়কে কেবল একটু দীর্ঘায়িত করে; এই যা!

গেলবারের চ্যাম্পিয়নদের এই আসরে এটি ছয় ম্যাচে চার নম্বর হার। আর সিলেট সিক্সার্সের এটি পাঁচ ম্যাচে দ্বিতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর: সিলেট সিক্সার্স: ১৮৭/৫ (২০ ওভারে, লিটন দাস ৭০, সাব্বির ২০, ওয়ার্নার ৬১*, পুরান ২৬, শফিউল ৩/৩১)। রংপুর রাইডার্স: ১৬০/৬ (২০ ওভারে, রুশো ৫৮, মিঠুন ৩৫, মাশরাফি ৩৩*, তাসকিন ২/৩৪, মেহেদি হাসান রানা ২/৪০)। ফল: সিলেট সির্ক্সাস ২৭ রানে জয়ী। ম্যাচসেরা: লিটন দাস।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;

ভিএআর বাতিল বিষয়ে ভোট দিবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফুটবল খেলার শুরু থেকেই এটি পরিচালনার জন্য একজন রেফারি থাকার নিয়ম করা হয়। বিশেষ মুহুর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটি মাঠে থাকা রেফারিই করে থাকেন। এছাড়া মাঠের দুই পাশে দুইজন লাইন্সম্যান থাকেন যারা রেফারিকে সহযোগিতা করেন। সময়ের সঙ্গে এই খেলায় যোগ হলো ভিন্নধর্মী নিয়ম। প্রযুক্তির ছোঁয়ায় যোগ হলো ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি)।

২০১৬ সালে সর্বপ্রথম মূল কোনো ম্যাচে এই নতুন প্রযুক্তির প্রয়োগ শুরু হয়। মানুষ মাত্রই ভুল, মাঠে সিদ্ধান্ত দেওয়ার সময় রেফারিরাও ভুল করেন। বড় রকমের ভুল সিদ্ধান্ত রেফারি দিয়েছেন যার ফলে খেলার মোর ঘুরে গেছে এরকম নজিরও অনেক আছে। এই ভুলগুলো যাতে আর না হয় এজন্যেই এই ভিএআরের প্রয়োগ শুরু হয়।

তবে সমস্যা সমাধানের জন্য আনা ভিএআরই যেন সাম্প্রতিক সময়ে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তির ভুল প্রয়োগ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়েছে। জন্ম নিয়েছে নানা বিতর্কেরও।

বিষয়টি নিরপেক্ষভাবে সমাধান করতে এবার ভিএআরের থাকা কিংবা না থাকা বিষয়ে ভোটের ব্যবস্থা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের আগেই ভোটাভুটি করে এই বিষয়টির সুরাহা করতে চায় তারা।

প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ২০২৪-২৫ মৌসুম থেকে ভিএআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী ৬ জুন লিগের ২০টি ক্লাব ভিএআর এর পক্ষে-বিপক্ষে ভোট দেবে। কারণ চলতি মৌসুমে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। ক্লাবটি দাবি করে বলেছে যে, ভিএআর প্রিমিয়ার লিগের ঐতিহ্যকে অবমূল্যায়ন করছে।

ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে সর্বনিম্ন দুই-তৃতীয়াংশ ভোট দরকার। অর্থাৎ, প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ১৪টি ক্লাবকে ভিএআরের বিপক্ষে ভোট দিতে হবে। তাহলেই আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না এই প্রযুক্তির প্রয়োগ।

;