বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে টপকে শীর্ষে উঠেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

যুক্তরাষ্ট্র সিরিজে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন সাকিব। ব্যাট হাতে ৩ ম্যাচে করেছেন মোটে ৩৬ রান। বল হাতে সমানসংখ্যক ম্যাচে তার প্রাপ্তি সাকুল্যে এক উইকেট। এমন পারফরম্যান্সের পর অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানো অনেকটা যেন অবধারিতই ছিল।

বিজ্ঞাপন

গত ১৫ মে সাকিবের সমান ২২৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছিলেন হাসারাঙ্গা। তবে যুক্তরাষ্ট্র সিরিজে কূলকিনারা করতে না পেরে শীর্ষস্থান হারাতে হল তাকে।

এর আগে মোহাম্মদ নবীর কাছে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারান সাকিব। এক সময় তিন ফরম্যাটে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব এখন কোনো ফরম্যাটেই আর শীর্ষ অলরাউন্ডার নন।

বিজ্ঞাপন

সাকিবের মতোই র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদেরও। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের ব্যাটিংয়ে ৪ ধাপ পিছিয়ে অধিনায়ক শান্ত নেমে গেছেন ৪৫ নম্বরে, ৫ ধাপ পেছানো লিটনের বর্তমান অবস্থান ৪০। বোলারদের মধ্যে পাঁচ ধাপ পিছিয়েছেন চোটের কারণে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ। 

তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।