বায়ার্নের নতুন কোচ কোম্পানি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তিন বছরের চুক্তিতে কোম্পানিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ক্লাবটি।

সদ্যসমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া দল বার্নলির দায়িত্বে ছিলেন কোম্পানি। বার্নলিকে ক্ষতিপূরণ দিয়ে কোম্পানিকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় টেনেছে বায়ার্ন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে কোম্পানির বায়ার্নে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্নলি। স্কাই স্পোর্টস জানিয়েছে, কোম্পানির জন্য বার্নলিকে প্রায় ১০.২ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হয়েছে বায়ার্নকে।

প্রায় ১২ বছর পর সদ্যসমাপ্ত মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বায়ার্নের। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল দলটি। শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর বায়ার্ন ছেড়ে দেন জার্মান কোচ থমাস তুখেল।

বিজ্ঞাপন

তার উত্তরসূরি হিসেবে এখন হারানো গৌরব ফেরানোর চ্যালেঞ্জ কোম্পানির সামনে। বার্নলির ডাগআউটে দুঃস্বপ্নের এক মৌসুম কাটানো কোম্পানি সে চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।