বিসিবির কোচ হলেন রাজিন, তুষার, তারেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তিন সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তাদেরকে দেওয়া হয়েছে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুত করতে। দায়িত্ব পাওয়া এই তিন ক্রিকেটার হলেন– রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ খান। বিসিবির সবশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজিন সালেহ ও তুষার ইমরান নিয়োগ পেয়েছেন ব্যাটিং কোচ হিসেবে। তারেক আজিজকে নেওয়া হয়েছে বোলিং কোচ হিসেবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা সাবেক ব্যাটার রাজিন এই চুক্তি অনুযায়ী দিনপ্রতি পাবেন সাত হাজার টাকা। তার এই চুক্তি তিন মাসের। তিনি ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। বর্তমানে রাজশাহীতে কাজ করছেন তিনি। এরপর তিনি এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়াও যাবেন।

৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডেতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তুষার ইমরান আর ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে তারেক আজিজের চুক্তি দীর্ঘমেয়াদী। আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন তারা। দুজনেই এ সময় মাসে পাবেন ১ লাখ ৩০ হাজার টাকা করে। তারাও ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। 

এদিকে নাদিফ চৌধুরীকেও বিসিবি দায়িত্ব দিয়েছে। মাসে ৬০ হাজার টাকা বেতনে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।