মার্তিনেজের ওপর অন্ধবিশ্বাস আছে স্কালোনির



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ (শুক্রবার) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলে এদিন বেশ বিপাকেই পড়ে গিয়েছিল লিওনেল মেসির দল। এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ছে আলবিসেলেস্তেরা এটা যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই যোগ করা সময়ে দারুণ এক গোল করে আর্জেন্টিনার সেমির পথে বাঁধা হয়ে দাঁড়ায় ইকুয়েডর।

ম্যাচটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে টাইব্রেকারে। বরাবরের মতোই টাইব্রেকারে হতাশ করেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইকুয়েডরের প্রথম দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে জিতিয়ে একা হাতে সেমিফাইনালে তুলেছেন তিনি। এমনকি তার সুবাদে মেসির টাইব্রেকারে পেনাল্টি মিসের হতাশাও সমর্থকরা ভুলে গিয়েছেন। এমন দিনে তাই মার্তিনেজের প্রশংসা করতে ভুলেননি কোচ লিওনেল স্কালোনি।

গোলকিপারের প্রশংসা করলেও দলের সার্বিক পারফরম্যান্সে বেশ হতাশ স্কালোনি। ম্যাচ টাইব্রেকারে যাওয়ার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল বলে জানিয়েছেন কোচ। তার মতে, দিবু গোলপোস্টের নিচে দাঁড়ালে তাকে অন্ধবিশ্বাস করা যায়। সে কারণেই মেসি প্রথম শটটি মিস করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দল।

স্কালোনি এ প্রসঙ্গে বলেছেন, ‘একজন গোলরক্ষক হয়তো মাঝে মাঝে বল স্পর্শ করেন, কিন্তু দিবু আমাদের রক্ষা করেন এবং গোল ঠেকিয়ে দিয়ে মাঠে উল্লাস করেন।’

মার্তিনেজকে নিয়ে আর্জেন্টাইন কোচ আরও বলেছেন, ‘পেনাল্টি শ্যুটআউটে দলের গোলরক্ষকের উপর অন্ধবিশ্বাস আছে আমাদের। এমনকি লিও (মেসি) মিস করলেও দল জানত যে ইতিবাচক কিছু ঘটতে চলেছে। আর এই বিশ্বাস করা লোক কেবল আমি একা নই। গোলকিপিং কোচ থেকে শুরু করে দলের বাকিরাও এই বিশ্বাস করে। সে এমনই আমাদের বাঁচায় এবং মাঠেই হুঙ্কার দেয়।’

মার্তিনেজ টাইব্রেকারে অসাধারণ দক্ষতায় আর্জেন্টিনাকে জিতিয়ে সেমিফাইনালে নিয়ে গেলেও দলের পারফরম্যান্সে হতাশ স্কালোনি। যা নিয়ে ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘ইতিবাচক বিষয় হল আমরা ম্যাচটা জিতেছি। তবে এর বাইরেও আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। আর খেলাটি এখন যেই অবস্থানে রয়েছে তাতে প্রতিদ্বন্দ্বী আপনাকে বশীভূত করতেই পারে। কেননা, কেউ এখানে হারতে আসে না। সবারই ভালো করার ইচ্ছা থাকে। তবে সত্যি বলতে আমি আজ কিছুই উপভোগ করিনি। ম্যাচ জেতায় আমরা অবশ্যই খুশি কিন্তু সত্যি এটাই যে আমার ভালো ফুটবল খেলেনি।’

জয় পেল ডিএমপি ও সেনাবাহিনী



স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৮ দল নিয়ে সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে মাঠে গড়িয়েছে। আজ সোমবার (৮ জুলাই) নিজ নিজ খেলায় জয় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সেনাবাহিনী।

কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ডিএমপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২টি লোনাসহ ম্যাচটি ৪৫-২৯ পয়েন্ট ব্যবধান জেতে ডিএমপি। জয়ী দল খেলার প্রথমার্ধে ২৩-১৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল।

এদিকে দিনের দ্বিতীয় খেলায় ম্যাটে নামে বাংলাদেশ সেনাবাহিনী। যাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ বিমান বাহিনী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি ৩৮-৩৭ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে আনন্দে মাঠে ছাড়েন সেনাবাহিনীর খেলোয়াড়রা। জয়ী দল খেলার প্রথমার্ধে ১২-০৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল।

আট দলের অংশগ্রহণে এবারের সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হচ্ছে- বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

;

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর অপেক্ষা করছে আগামী বছর। দীর্ঘ ৮ বছর পর আবারও মাঠে গড়াবে আইসিসির এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট। প্রতিযোগিতাটির নবম আসর আগামী ফেব্রুয়ারিতে বসবে পাকিস্তানে।

তার একটা খসড়া সূচি পাকিস্তান ক্রিকেট বোর্ড গেল ৩ জুলাই আইসিসির কাছে জমা দিয়েছে। এখন তা আছে অনুমোদনের অপেক্ষায়।

সেটাই অবশ্য ফাঁস হয়ে গেছে। প্রথমে গ্রুপিং ফাঁস করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম। এবার গোটা সূচিটাই প্রকাশ করে দিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।

এক নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সে খসড়া সূচি-

তারিখ  ম্যাচ  ভেন্যু
১৯ ফেব্রুয়ারি   নিউজিল্যান্ড বনাম পাকিস্তান করাচি
২০ ফেব্রুয়ারি  বাংলাদেশ বনাম ভারত  লাহোর
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড  লাহোর
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর
২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাহোর
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি
১ মার্চ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান লাহোর
২ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড  রাওয়ালপিন্ডি
৫ মার্চ সেমিফাইনাল করাচি
৬ মার্চ সেমিফাইনাল রাওয়ালপিন্ডি
৯ মার্চ ফাইনাল লাহোর
;

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে কখন ম্যাচ খেলবে বাংলাদেশ?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে কোন দল কোন গ্রুপে থাকবে সেই ড্রাফট আরও আগেই প্রকাশিত হয়েছিলো। অপেক্ষা আইসিসির অনুমোদনের।

এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশ করলো ম্যাচের সূচিও। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে দুটো ভেন্যুতে। এর আগে ড্রাফটে যে গ্রুপ দেখা গিয়েছিলো সেখানে আছে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। বাকী তিন দল ভারত-পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

এবারের আসর শুরু হবে ২০২৫ এর ১৯ ফেব্রুয়ারি থেকে। আর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ টিম ইন্ডিয়া। ভেন্যু করাচি ন্যাশনাল স্টেডিয়াম।

সে ম্যাচের পরই পরিবর্তন হবে ভেন্যুর। পৌণে চারশো কিলোমিটার উড়াল দিয়ে বাংলাদেশ যাবে লাহোরে। চারদিন বিরতির পর ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের। ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

এরপর অবশ্য আবারও প্রথমের ভেন্যুতেই ফিরবে টাইগাররা। দুই দিন বিরতি দিয়ে ২৭ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে লাহোরে মুখোমুখি হবেন সাকিব-মুশফিকরা।

বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সাফল্য ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে খেলা। হারিয়েছিলো নিউজিল্যান্ডকে। জিততে দেয়নি অজিদের। মাশরাফির দল খেলেছিলো সেমিতে; দেখার অপেক্ষায় এই গ্রুপ থেকে শান্তর দল যেতে পারবে কতদূর?

;

ফুটবলার মিথিলার অকাল মৃত্যু



স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের সাবেক ফুটবলার মিথিলা আক্তার আর নেই। মাত্র ২৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে জানানো হয়েছে, গতকাল ৭ জুলাই রাতে মৃত্যুবরণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার আর শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন এই ফুটবলার।

দুটি বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছেন মিথিলা। তিনি খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৪ আর ১৬ দলের হয়ে।

মিথিলার এমন অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। 

;