ব্যাটে-বলে সাকিবের ব্যর্থতার দিনে লস অ্যাঞ্জেলেসের বিশাল হার 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে আগের দুটি ম্যাচে ব্যাটে-বলে কিছুটা আশা জাগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে এবার তিনি পুরোদস্তুর ব্যর্থ। আসরে ফ্রাঞ্চাইজিটির তৃতীয় ম্যাচে ব্যাট হাতে করেন স্রেফ ৭ রান এবং বল হাতে ছিলেন উইকেটশূন্য। ব্যাটে-বলে সাকিবের এই ব্যর্থতার দিনে সিটল অর্কাসের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লস অ্যাঞ্জেলেস। 

এ নিয়ে আসরে টানা দুই ম্যাচে হারল সাকিবের দলটি। এতে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লস অ্যাঞ্জেলেস আছে তালিকার চারে। এদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ওয়াশিংটন ফ্রিডম। 

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় আজ (বুধবার) সকালের ম্যাচটিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অর্কাসের অধিনায়ক হেনরিখ ক্লাসেন। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে সুনীল নারাইনের লস অ্যাঞ্জেলেস। 

চ্যালেঞ্জিং সেই লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতেই ধাক্কা খায় অর্কাস। দলীয় ১৭ রানের মাথাতেই সাজঘরে ফেরেন ওপেনার নুমান আনোয়ার। তবে দ্বিতীয় উইকেটে রায়ান রিকেল্টন ও কুইন্টন ডি ককের ১৫২ রানের অসাধারণ অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সেখানে ৬৬ বলে সেঞ্চুরি পেরিয়ে ১০৩ রান অপরাজিত ছিলেন রিকেল্টন এবং ৫১ রান অপরাজিত ছিলেন ডি কক। 

লস অ্যাঞ্জেলেসের একমাত্র উইকেটটি নেন স্পেনসার জনস্ন।এ দিকে ২ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। এতে টুর্নামেন্টে ৩ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা কেবল এক। 

এদিকে এর আগে ব্যাট করতে নেমে ছন্দে ফিরে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন লস অ্যাঞ্জেলেসের ওপেনার জেসন রয়। এদিকে সাকিব খেলেন ৭ বলে ৭ রানের এক নিষ্প্রভ ইনিংস। পরে শেষে ২২ বলে ডেভিড মিলারের ৪৪ রানের ক্যামিওতে ১৬৮ রানের চ্যাঞ্জেলিং পুঁজি পায় সুনীল নারাইনের দলটি।