প্যারিস অলিম্পিকে সাগরের হাতে বাংলাদেশের পতাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ২৪ জুলাই শুরু প্যারিস অলিম্পিক। তবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। তাতে বাংলাদেশের পতাকা নিয়ে মার্চপাস্ট করবেন আর্চার সাগর ইসলাম।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সাংবাদিকদের বলেন, ‘আরচ্যার সাগর সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। এজন্যই তাকে আমরা পতাকা বহন করার জন্য নির্বাচিত করছি।’

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকে অংশ নেবেন ৫ জন ক্রীড়াবিদ। তারা হলেন– আর্চার সাগর, সাঁতারু সোনিয়া ও রাফি, শ্যুটার রবিউল ও অ্যাথলেট ইমরানুর রহমান। 

তার মধ্যে সাগরই বাংলাদেশের পতাকা হাতে নেওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে ২০২০ অলিম্পিকে সাঁতারু আরিফ ইসলামের হাতে ছিল বাংলাদেশের পতাকা।

বিজ্ঞাপন