ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিরোপা পুনরুদ্ধারের মিশন পুরোপুরি সফল থেকে আর দুই ধাপ দূরে বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপের এবারের আসরটা হার দিয়ে শুরু করলেও গ্রুপপর্বে বাকি দুই ম্যাচে দাপুটে জয় সেমিতে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির। সেখানেই এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আসরের প্রথম সেমিতে ভারতের বিপক্ষে নামছে জাহানারা-জ্যোতিরা।

ডাম্বুলাতে প্রথম সেমি-ফাইনাল ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। সাবিকুন জেসমিনের বদলে একাদশে ফিরেছেন মারুফা আক্তার।

এদিকে এর আগে টুর্নামেন্টের আট আসরের প্রত্যেকটিতেই ফাইনালে খেলেছে ভারত। এদিকে বাংলাদেশ খেলেছে স্রেফ একবার, সেবার শিরোপাটাও জিতেছিল তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, ইশমা তানজিম, রিতু মনি, রাবেয়া খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানার আলম, মারুফা আক্তার।

ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রি, হারমানপ্রীত কর (অধিনায়ক), জেমিয়াহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পুজা ভাস্ত্রাকার, রাধা যাদব, রানুজা কানওয়ার, রেনুকা সিং।