আমার কল্পনার চেয়েও বড় ক্লাব বার্সেলোনা: ফ্লিক 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ মৌসুমটা পুরোদস্তুর ব্যর্থভাবেই শেষ হয়েছে বার্সেলোনার। আগের মৌসুমটা (২০২২-২৩) লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পর সবশেষ মৌসুমটা শিরোপা শূন্যভাবে কাটাতে হয় কাতালানদের। এতে জাভি হার্নান্দেজকে প্রধান কোচের পদ থেকে ছাঁটাই করে বার্সা। পরে তার পরিবর্তে কাতালানদের দায়িত্ব পান বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হানসি ফ্লিক। 

গত ২৯ মে বার্সার কোচের দায়িত্ব পেলেও আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বের সবকিছু বুঝে নেন ফ্লিক। এরপরই জানিয়েছেন নতুন এই দায়িত্বের রোমাঞ্চ নিয়ে তার অনুভূতি। বার্সার ইতিহাস নিয়ে অনেক আগে থেকেই জানতেন এই জার্মান কোচ। তবে বার্সেলোনা ফ্লিকে কল্পনার চেয়েও যেন অনেক বড় ক্লাব। 

বিজ্ঞাপন

দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিক বলেন, ‘প্রথম সেকেন্ড থেকেই আমি এটা অনুভব করছি। (বার্সেলোনা) অবিশ্বাস্য একটা ক্লাব। আমার কল্পনার চেয়েও অসাধারণ এবং বড়।’

বার্সেলোনাকে সবচেয়ে বড় ক্লাবের একটি বললেন ফ্লিক। তর্কসাপেক্ষে বললেন হয়তো সবচেয়ে বড় ক্লাবই। ‘আমার কাছে, বার্সেলোনা বড় ক্লাবগুলোর একটি, হয়তো সবচেয়ে বড় ক্লাব। শিরোপা জেতা… আসলে আপনি বড় ক্লাবগুলোর হয়ে কেবল জিততেই পারেন এবং এজন্যই আমি এখানে।’

বিজ্ঞাপন

আগের মৌসুমে হতাশা ভুলে ইয়ামাল-আরাউহোদের নিয়ে এগোতে চান ফ্লিক। এবং তার মতে কোচ হিসেবে তার প্রধান কাজ। ‘এটাই (সাফল্য এনে দেওয়া) আমার কাজ। আমি বার্সেলোনার কোচ এবং জানি, কী হতে পারে। অবশ্যই আমাদের লক্ষ্য ভালো খেলা…ভালোভাবে প্রস্তুত হওয়া।’