প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক চীনের দখলে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু হয়েছে গতকাল (শুক্রবার)। যদিও বুধবার থেকেই ফুটবল, রাগবি ও টেনিসের মতো ইভেন্টগুলো শুরু হয়ে গিয়েছিল। অলিম্পিকের এবারের আসরের প্রথম স্বর্ণপদক গেল চীনের দখলে।

শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্রে দলগত সোনা জিতল চীন।

বিজ্ঞাপন

এদিকে শুটিংয়ের এই ইভেন্টে রপা জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে তাদের দলের জিহিউম কিউই ও হাজুন পার্কের জুটিকে হারিয়ে দেন চীনের লিহাও সেং ও ইয়ুটিং হুয়াং। ১৬-১২ পয়েন্ট জিতেছে চীন।

এছাড়া জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ ও আনা ইয়ানসেন জুটিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেক্সান্দ্রা জুটি।

বিজ্ঞাপন