গম্ভীরের জন্য দ্রাবিড়ের বিশেষ বার্তা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় দলের কোচ হিসেবে আজ গৌতম গম্ভীর সামনে প্রথম পরীক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ আজ। এর আগেই নতুন কোচের জন্য বিশেষ বার্তা পাঠালেন ভারতের হেড কোচ পদ থেকে সদ্য বিদায় নেওয়া এবং ভারতকে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়।

বিসিসিআইকে দেওয়া ভারতীয় দলের নতুন কোচের জন্য বিশেষ শুভেচ্ছা বার্তায় রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘গৌতম, ভারতীয় দলের কোচ পদে বসরা জন্য তোমায় স্বাগত। গত তিন সপ্তাহে আমি দলের সাথে নেই। সেই বার্বাডোস দিয়ে শুরু এবং মুম্বাইতে শেষ। অবিশ্বাস্যভাবেই আমার মেয়াদ শেষ হয়েছে ভারতীয় দলের সাথে। যা আমি কখনও ভুলব না।’

বিজ্ঞাপন

দলের ক্রিকেটারদের যেন গম্ভীর সবসময় ফিট পায়, তারও আশা করেছেন রাহুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অবশ্যই আশা করি তুমি সবসময় ফুল ফিট স্কোয়াড পাও। সেই জন্য তোমায় শুভ কামনা। ভারতীয় দলের কোচ হিসেবে আমি চাইব তুমি সাফল্য পাও।’

প্রায় এক যুগ গম্ভীরে-দ্রাবিড়ের সঙ্গে একই স্কোয়াডে ভারতের হয়ে খেলেছেন। দ্রাবিড়ের অধিনায়কত্বেও খেলেছেন ভারতের বর্তমান হেড কোচ। তাই তো পুরনো সতীর্থ কে ভালোই চেনেন দ্রাবিড়।

বিজ্ঞাপন

দ্রাবিড় তার ভিডিও বার্তায় আরও জানিয়েছেন, ‘আইপিএলের সময় দেখেছি, তুমি সব সময় ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পছন্দ করো এবং জেতার মানসিকতা রাখ। তোমার প্রতি মানুষের প্রত্যাশা অনেক। তবে একটা কথা বলতে পারি, খারাপ সময়ও তুমি একা থাকবে না। তোমার পাশে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, সমর্থকরাও থাকবে।’

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় লঙ্কানদের বিপক্ষে গম্ভীরের অধীনে প্রথমবারের মতো মাঠে নামছে ভারত।