শেষ আটের জায়গা নিশ্চিতে আজ ইউক্রেনের বিপক্ষে নামছে আর্জেন্টিনা 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক বা মহাদেশীয়, দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের পর আর্জেন্টিনার নজর এবার অলিম্পিকের স্বর্ণ পদকের দিকে। তবে সেই মিশনের শুরুটা হয়েছিল বড় ধাক্কা দিয়ে। চরম নাটকীয়তার ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় আলবিসেলেস্তেরা। এতেই প্যারিস অলিম্পিকের শুরুতেই শঙ্কায় জাগে পরের রাউন্ডে আর্জেন্টিনার খেলা নিয়ে। 

তবে গ্রুপপর্বে নিজেদের পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইরাককে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় হাভিয়ের মাসচেরানোর দলটি। এতেই শঙ্কা কাটিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন এবার বেশ ভালোভাবেই দেখতে শুরু করে আলভারেস-ওতামেন্দিরা। এবার শেষ আটে জায়গা পুরোপুরি পাকা করতে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আজ (মঙ্গলবার) ইউক্রেনের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বিজ্ঞাপন

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা আছে গ্রুপ ‘বি’-তে। সেখানে বাকি তিন দল ইউক্রেন, ইরাক ও মরক্কো। এখন মজার বিষয় হলো দুই ম্যাচ খেলার পর গ্রুপের সবার পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে মরক্কো, ইউক্রেন এবং ইরাক। 

এতেই ইউক্রেনের বিপক্ষে আজকের ম্যাচটি জিতলেই সরাসরি কোনো বাঁধা ছাড়াই শেষ আটে উঠে যাবে আর্জেন্টিনা। তবে ড্র করলেও সেই সম্ভাবনা অবশ্য উবে যাবে না। স্রেফ ম্যাচটা হারলে অনেকটা নিশ্চিতভাবেই প্যারিস অলিম্পিক থেকে বিদায়ের ঘণ্টা বেজে যাবে আর্জেন্টিনার।

বিজ্ঞাপন